X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কূটনীতিকদের ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড’ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৭:০১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৭:০১

কূটনীতিকদের ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড’ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পদক দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের কূটনীতিকদের এই পদক দেওয়া হবে। এ বছর থেকে শুরু হওয়া এই পদক প্রতিবছর দু’জন কূটনীতিককে দেওয়া হবে। একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিককে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেসিলেন্স’ নামের এই পদক দেওয়া হবে।
বুধবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে জানান। পুরষ্কার হিসেবে দুই ভরি ওজনের একটি সোনার মেডেল এবং একটি সাইটেশন তাদের দেওয়া হবে।
প্রথমবারের এই পদক পেতে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি।
ফারুক খান জানান, এ বছর বিজয় দিবসে এই পদক ঘোষণা করা হবে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তা হস্তান্তর করা হবে।
ফারুক খান বলেন, বঙ্গবন্ধুর নামে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর এই অ্যাওয়ার্ড দেবে। কূটনীতিক ক্ষেত্রে অবদানের জন্য এটি দেওয়া হবে। বিদেশিদের ক্ষেত্রে দেখা হবে বাংলাদেশের জন্য তার অবদান কী। এখানে কাজ করার পর অ্যাওয়ার্ড দিলে পরবর্তীতে তিনি বাংলাদেশের জন্য কাজ করতে উৎসাহ পাবেন।
ইউএই’র সাবেক রাষ্ট্রদূতকে পদক দেওয়ার বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, তার সময়ে বাংলাদেশে তিনটি অর্থনৈতিক প্রকল্প নেওয়া হয়েছে। তার কর্মকালে আমাদের প্রধানমন্ত্রী তিনবার সফর করেছেন। এখানে তার ভূমিকা ছিল।
ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন। প্রসঙ্গত: মুজিববর্ষ উপলক্ষে সরকারের আরও একাধিক মন্ত্রণালয় এ ধরণের পদক প্রবর্তন করেছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে