X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কমছে তাপমাত্রা, বাড়ছে শৈত্যপ্রবাহের এলাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৭:৪০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৯:১৬

কমছে তাপমাত্রা, বাড়ছে শৈত্যপ্রবাহের এলাকা দেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চলে, মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ছে শৈত্যপ্রবাহ। এটি আরও বিস্তার লাভ করে আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়তে পারে। সোমবার (২৮ ডিসেম্বর) দেশের ১২ জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই শৈত্যপ্রবাহ।
দিনাজপুর, রাজশাহী, কুড়িগ্রাম, পঞ্চগড়, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও অব্যাহত থাকতে পারে। এছাড়া আরও ১১ জেলার তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই অবস্থান করছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল রাজশাহীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে ৮, বদলগাছিতে ৮ দশমিক ২, যশোরে ৮ দশমিক ৬, তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪, ঈশ্বরদীতে ৯ দশমিক ২, গোপালগঞ্জে ৯, দিনাজপুরে ৯ দশমিক ৭, রাজারহাটে ৯ দশমিক ৮, তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, যশোরে ৮ দশমিক ৮ এবং বরিশালে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল ছিল ১৫ দশমিক ৯, আজ ১ ডিগ্রি কমে ১৪। ময়মনসিংহে গতকাল ছিল ১১ দশমিক ৪, আজ ১১ দশমিক ৮। চট্টগ্রামে গতকাল ছিল ১৪ দশমিক ৫, আজ ১৩ দশমিক ৫। সিলেটে গতকাল ছিল ১৩ দশমিক ৪, আজ ১২ দশমিক ২। রাজশাহীতে গতকাল ছিল ৯, আজ ৮। রংপুরে গতকাল ছিল ১১ দশমিক ২, আজ ১১ দশমিক ৬। খুলনায় গতকাল ১১, আজ ১০ দশমিক ৫। বরিশালে গতকাল ছিল ১০, আজ ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এই শৈত্যপ্রবাহ আরও ২/৩ দিন থাকতে পারে। মৃদু মাত্রার এই প্রবাহে বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু এলাকার তাপমাত্রা বেশি নামতে পারে। অন্য এলাকার তাপমাত্রা কিছুটা কমবে।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...