X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২
হাসিনাকে ক্যামেরনের চিঠি

বিমানবন্দরের নিরাপত্তা পদক্ষেপে ব্রিটিশরা সন্তুষ্ট

শেখ শাহরিয়ার জামান
১১ এপ্রিল ২০১৬, ২৩:০৭আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২৩:১৬




হাসিনা-ক্যামেরন শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে তিনি এ সন্তুষ্টির কথা জানিয়েছেন।
এর ঠিক এক মাস আগে ৮ মার্চ তিনি এক চিঠিতে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে চিঠি পাঠান। চিঠিতে তিনি বলেন, ৩১ মার্চের মধ্যে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পদক্ষেপ না নিলে ঢাকা লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে। ওইদিনই সরাসরি ঢাকা-লন্ডন কার্গো সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটেন।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। একটি ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনকে এর নিরাপত্তা তদারকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সঠিক পথে আছে।’
বিমানের ঢাকা-লন্ডন সরাসরি যাত্রীবাহী ফ্লাইট সম্পর্কে তিনি বলেন, ‘ফ্লাইট বন্ধের আর কোনও আশঙ্কা নেই।’
আরও পড়ুন: মোফাজ্জল-হোসেন-চৌধুরী-মায়া যে কারণে কোথাও নেই মায়া

ডেভিড ক্যামেরুন তার আগের চিঠিতে জানিয়েছিলেন, ৩১ মার্চের মধ্যে অবস্থার উন্নতির জন্য একটি পরিকল্পনা প্রণয়ন এবং তার দৃশ্যমান বাস্তবায়ন হলে পরবর্তী কোনও পদক্ষেপ যেমন- বিমানের ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হবে না।

এরপর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য গত ২৩ মার্চ সরকার ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের সঙ্গে চুক্তি করে।

কার্গো পাঠানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কি না- সে বিষয়ে মেনন বলেন, ‘আগামী ২৯ এপ্রিল স্বাধীন ভেলিডেটর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার সাপেক্ষে এটি প্রত্যাহার করা হবে।’

এর আগে মার্চের ১৩ তারিখ স্বাধীন ভেলিডেটর বিমানবন্দর পরিদর্শন ও মূল্যায়ন করে একটি প্রতিবেদন দিয়েছিল, যেখানে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য একাধিক সুপারিশ ছিল।



আরও পড়ুন: hgjg_119175 পহেলা বৈশাখ উদযাপনে নারীদের অংশ না নেওয়ার পরামর্শ হেফাজতের

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা