X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

দুই বছর পূর্তি তিন বছরে পা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ২৩:২১আপডেট : ১৩ মে ২০১৬, ১৫:৩৯

আজ ১৩ মে, শুক্রবার; বাংলা ট্রিবিউনের তৃতীয় জন্মদিন। ২০১৪ সালের এই দিনে অনলাইন পত্রিকা হিসেবে বাংলা ট্রিবিউন তার পাঠক, লেখক ও কর্মীদের নিয়ে যাত্রা শুরু করেছিল। দিবসটি উপলক্ষে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রকাশক কাজী আনিস আহমেদ ও ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে অনলাইন পত্রিকাটি কাগজের প্রচলিত সংবাদপত্রের রূপ নিয়ে পাঠকদের সামনে হাজির হয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল বলেন, বাংলা ট্রিবিউন সবসময়ই নতুন কিছু করতে চায়। এ কারণেই এ ধরনের একটি উদ্যোগ। পত্রিকার যে একটা গন্ধ, চায়ের কাপে চুমুক দিয়ে পত্রিকা পড়ার যে আমেজ, অনলাইনে সে আমেজ নেই। কিন্তু অনলাইন এগিয়ে গেছে অনেক দূর। হঠাৎ সংবাদপত্রের রূপে সাজানোর বিষয়টি নিয়ে তিনি বলেন, আমরা চেয়েছি, আমাদের অনলাইন পাঠকদের পত্রিকার উপভোগ করাতে। শিগগিরই অনলাইনে প্রিন্টের আমেজ দিতে ই-পেপারে যাওয়ার পরিকল্পনা আছে। বিশেষ সংখ্যার মাধ্যমে তার একটি প্রস্তুতিও হয়ে গেল।
প্রকাশক কাজী আনিস আহমেদ বলেন, বাংলা ট্রিবিউন কারও চাপে মাথানত করবে না। খবরের পেছনের খবর তুলে আনবেই। তিনি বলেন, অনলাইন পত্রিকা খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষ এখন যেকোনও স্থানে বসে তার সংবাদ জেনে নিতে পারছে সেলফোনের মাধ্যমে। বিশ্বের প্রায় সব নামি পত্রিকা এখন অনলাইনের ওপর বিশেষ জোর দিয়েছে। বেশ কয়েকটি শীর্ষ পত্রিকা এখন শুধু অনলাইনে বের হচ্ছে।
প্রকাশক আরও বলেন, যুগোপযোগী বেশকিছু ফিচার নিয়ে আরও আধুনিক রূপে প্রকাশের পরিকল্পনা রয়েছে আমাদের। ধীরে-ধীরে সেগুলোর বাস্তবায়ন করা হবে। ১৩ মে এই আনন্দ আয়োজনে বাংলা ট্রিবিউন দিনব্যাপী নিজস্ব কার্যালয়ে উৎসবের আয়োজন করেছে। সন্ধ্যা ছয়টায় শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসব উদযাপন করা হবে।
প্রতিষ্ঠানটির প্রধান বার্তা সম্পাদক হারুন উর রশীদ তার কর্মীদের উদ্যম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, বাংলা ট্রিবিউন তার নিজস্বতা ও খবরের যথার্থতা ঠিক রেখে এগিয়ে যাচ্ছে। অনলাইন হওয়ায় পত্রিকাটি টেলিভিশন, রেডিও, সংবাদপত্রসহ সব মাধ্যমকে ধারণ করতে পারে। বাংলা ট্রিবিউন আগামী দিনে সেই জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়।

 

ছাপা কাগজে বাংলা ট্রিবিউন

রাজনৈতিক ও সমসাময়িক নানা ইস্যুতে মাঠ পর্যায়ের নিয়মিত জরিপের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি  দেশের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছে।

ছাপা কাগজে বাংলা ট্রিবিউন

অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের তৃতীয় জন্মদিন উপলক্ষে ১৩ মে পাঠকদের জন্য থাকছে ছাপা কাগজের বিশেষ সংখ্যা। বিশেষ এই সংখ্যায় বাংলা ট্রিবিউনের নিয়মিত লেখক ও সংবাদকর্মীদের পাশাপাশি আছে  দেশ-বিদেশের বিশিষ্টজনদের লেখা ও কথা।

মোট ১৬ পাতার এই বিশেষ সংখ্যায় আছে আলোচিত সংবাদ, দেশ, বিদেশ, বিজনেস, টেক, সাহিত্য, কলাম, লাইফস্টাইল, বিনোদন ও খেলা।  এছাড়া প্রতিটি বিভাগেই থাকছে চমক। শুধু খবর নয়, থাকছে খবর নিয়ে আলোচনা, সমালোচনা ও পরামর্শ। 

বাংলা ট্রিবিউনের জন্মদিনে পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা।

আরও পড়ুন:   মুহম্মদ জাফর ইকবাল  শুভ জন্মদিন বাংলা ট্রিবিউন,    দুই বছর পূর্তি তিন বছরে পা  বর্তমানের অনলাইন ভবিষ্যতের বাতিঘর   দুই বছর পূর্তি তিন বছরে পা  অনলাইন মিডিয়ার শক্তি

 

 

ইউআই/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
বাংলা ট্রিবিউন: ২ বছরজন্মোৎসবে আগত তারকাদের আরও ছবি
বাংলা ট্রিবিউন: ২ বছরতারকাদের সেলফি উচ্ছ্বাস (অ্যালবাম)
বাংলা ট্রিবিউন: ২ বছরকুশীলবরা ঘুরে দাঁড়াও
সর্বশেষ খবর
টিকিট সিন্ডিকেটদের ট্রেড থেকে বিতাড়িত করতে হবে
মতবিনিময় সভায় বক্তারাটিকিট সিন্ডিকেটদের ট্রেড থেকে বিতাড়িত করতে হবে
নভোএয়ারের ফ্লাইট ফের চালু ২১ মে থেকে
নভোএয়ারের ফ্লাইট ফের চালু ২১ মে থেকে
সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে
সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে
৬ গোলের ম্যাচে নিষ্প্রভই থাকলেন মেসি 
৬ গোলের ম্যাচে নিষ্প্রভই থাকলেন মেসি 
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক
অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক