X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আনারস দুধ একসঙ্গে খেলে কী হয়

এমরান হোসাইন শেখ
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৪

আনারস ও দুধ

আনারস ও দুধ একসঙ্গে কিংবা আগে-পরে খেলে বিষক্রিয়া হয়, এমন কথার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এ ধারণাকে ‘ফুড ট্যাবু’ বা ‘খাবারের কুসংস্কার’ বলা যেতে পারে। তবে একসঙ্গে খেলে পেটের পীড়া বা হজমে সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞরা এ দুটো খাবার আলাদা খাওয়ার পরামর্শ দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এমরান কাইয়ুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আনারস আর দুধের মিশ্রণে বিষক্রিয়ায় মানুষ মারা যাওয়ার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা রাসায়নিকভাবে প্রমাণিত। দুধ হলো অ্যামাইনো এসিডের একটি পলিমার। আনারসে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন ও সুক্রোজ। এ দুটো খাবারের মিশ্রণ হলে সেটা বিষ হয়ে যাবে, এটা সত্য নয়।’

একই বিভাগের আরেক অধ্যাপক আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আনারস ও দুধ একসঙ্গে খেলে মানুষ মারা যাবে, এই ধারণাটি সত্য নয়। এটা অনেকের পেটে সহ্য হয় না এবং খেলে সামান্য অসুস্থ হয়ে পড়তে পারে। এজন্য একসঙ্গে না খাওয়াই উত্তম। তবে মারা যাওয়ার আশঙ্কা নেই।’ তিনি বলেন, ‘আনারস আর দুধ বিরতি দিয়ে খাওয়াই ভালো। দুই থেকে তিন ঘণ্টা বিরতি দিয়ে খাওয়া যেতে পারে। নয়তো অনেক সময় পেটে গিয়ে হজমের সমস্যা হতে পারে। তবে সঠিক নিয়মে খাবার বানানো হলে এবং খাদ্যের সমন্বয় ঠিক থাকলে কোনও সমস্যা হবে না। দুধ ফুটিয়ে নিলে টক্সিটিক বিষয়টি আর থাকে না, তখন খাওয়া যেতে পারে।’

ঢাবির খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউশনের অধ্যাপক খালেদা এবিদ বলেন, ‘একসঙ্গে খেলে বিষক্রিয়া হয় বা মারা যায়, এ ধারণার কোনও ভিত্তি নেই। এ দুটো খাবারের মিশ্রণ সামান্য টক্সিক হয়। এতে সামান্য অসুস্থতা হতে পারে। তবে, এটা মারাত্মক কিছু নয়। হয়তো ওই ধারণা থেকে মানুষের মধ্যে বিষক্রিয়া হওয়ার বিষয়টি কুসংস্কার হিসেবে প্রচলিত হয়ে আসছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়ায় মানুষ মারা যায়, এই ধারণা ভুল। এগুলো এক ধরনের কুসংস্কার। উপাদানগত কারণে দুধের মধ্যে যেকোনও টকজাতীয় জিনিস মেশালে তা ফেটে যায়। এটা আনারসের ক্ষেত্রে যেমনটা হতে পারে, তেমনি হতে পারে কমলা বা লেবুর ক্ষেত্রেও। ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে বদ হজম, পেট ফাঁপা, পেট খারাপ–এ ধরনের সমস্যা হতে পারে, বিষক্রিয়ার কোনও আশঙ্কা নেই।’

খোঁজ নিয়ে জানা গেছে, অনেক দেশে ‘পাইনঅ্যাপল মিল্কশেক’ জনপ্রিয় খাবার, যা আনারসের সঙ্গে দুধের মিশ্রণে তৈরি। এছাড়া পাইনঅ্যাপল ফ্লেভারের দই এবং কটেজ চিজের (এক ধরনের পনির) সঙ্গে আনারসের টুকরো খাওয়ার প্রচলন অনেক দেশে আছে। আমাদের দেশেও বিভিন্ন রেস্তোরাঁয় এখন পাইনঅ্যাপল মিল্কশেক পাওয়া যায়। যেগুলো খেয়ে বিষক্রিয়া হওয়ার খবর শোনা যায়নি।

আরও পড়ুন: সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ, হতাশায় ব্যবসায়ী ও পর্যটকরা

/ইএইচএস/এআরএল/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
বাজেটে ভর্তুকি দিলেও এলএনজি আমদানিতে ঘাটতি ১১ হাজার কোটি টাকা
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
হজ কার ওপর ফরজ এবং এর কী ফজিলত
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ