X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডেমরায় চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ১৮:৫৮আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৯:০৫

মো. জাহিদুল ইসলাম জাহিদ রাজধানীর ডেমরা এলাকায় মো. জাহিদুল ইসলাম জাহিদ (১৮) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় চাচাতো ভাই মোসলেম তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ভোলার লালমোহনের আব্দুল বারেকের ছেলে। বর্তমানে সে ভাটারা থানার শাহজাদপুরে ৮ নম্বর ওয়ার্ডের এ ব্লকের ৬১ নম্বর বাসায় থাকতো।

জানা যায়, ১৫/২০ দিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে জাহিদের সঙ্গে চাচাতো বোনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে চাচাতো ভাই মোসলেমের সঙ্গে জাহিদের মনোমালিন্য হয়। সোমবার বিকেল সাড়ে ৪টায় মেয়েটি ফোন দিয়ে জাহিদকে ডেমরার রাণিমহল এলাকায় ডেকে নেয়। তারপর থেকে জাহিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার দিকে মেয়ের বাবা জাহিদের বাবাকে ফোন করে জানান, ‘জাহিদ তাদের এখানে আছে, তাকে নিয়ে যাও।’  

জাহিদকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় নিয়ে রাজধানীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুর সোয়া ১টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুল বারেক অভিযোগ করে বলেন, ‘জাহিদকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে মেয়ের ভাই মোসলেমসহ কয়েকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘জাহিদকে বেদম মার দেওয়া হয়। যাতে সে কয়েকবার রক্ত বমি করে।’

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা