X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কার্যকর জেলা পরিষদ গঠনে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৭:৪৬

কার্যকর জেলা পরিষদ গঠনে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান

কার্যকর জেলা পরিষদ গঠনে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, জেলা পরিষদের কার্যপরিধি নিয়ে কাজ করতে গেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সঙ্গে প্রতিনিধিদের বিরোধে জড়ানোর আশঙ্কা রয়েছে৷ স্থানীয় সংসদ সদস্যরা পরিষদের উপদেষ্টা হিসাবে কী ভূমিকা পালন করবেন, সেটিও স্পষ্ট নয়৷ এমনকি নির্বাচিত জেলা পরিষদ প্রতিনিধিদের সঙ্গে জেলা পরিষদের কী সম্পর্ক হবে, সে বিষয়েও  কিছুই স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি৷

বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘জেলা পরিষদ নির্বাচন ও প্রাসঙ্গিক ভাবনাসমূহ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন৷

অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের ভিজিটিং ফেলো মাহিন সুলতান, বরিশাল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল, ব্রিটিশ কাউন্সিলের সমন্বয়কারী আব্দুস সবুর ও বাংলাদেশ মহিলা পরিষদের সমন্বয়কারী খোদেজা আক্তার৷

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ জরুরি হয়ে পড়েছে৷ রাজনৈতিকভাবে সকল দলের অংশগ্রহণে জেলা পরিষদ নির্বাচন হলে বেশি ভালো হতো। নতুন জেলা পরিষদগুলো তাদের দখলকৃত জমি ও অন্যান্য সম্পদ উদ্ধারে ভূমিকা রাখবে বলে আশা করি৷ জেলার সার্বিক উন্নয়ন সমন্বয়ের দায়িত্ব জেলা পরিষদকেই নিতে হবে৷ এতে করে টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে৷’



অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু বলেন, ‘বিশেষত দরিদ্র ও প্রান্তিক মানুষের উন্নয়ের জন্য জেলা পরিষদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। স্থানীয় সমস্যা, রাস্তাঘাট, ব্রিজ সংস্কারের মাধ্যমেও অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদ ভূমিকা রাখতে পারে। আসন্ন নির্বাচনের মাধ্যমে নব নির্বাচিত গণপ্রতিনিধিরা এসব বিষয়ে খেয়াল রাখবেন বলে আশা করছি৷’

ড. তোফায়েল আহমেদ বলেন, ‘নতুন নির্বাচিতদের মধ্যে রাজনৈতিক দলীয় সক্ষমতা থাকলেও প্রশাসনিক ও সরকারি অর্থ সম্পদ ব্যবহারের নিয়ম কানুন তাদের জানতে হবে৷ এজন্য প্রথম বছরের মধ্যে ব্যাপক প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনা এবং আর্থিক শৃঙ্খলা বিষয়ে সক্ষমতা সৃষ্টির উদ্যোগ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দক্ষ ও সৎ কর্মকর্তা-কর্মচারী গড়ে তোলা এবং নির্বাচিত প্রতিনিধিদের সততা ও নিষ্ঠাকে একত্রিত করে কার্যকর পরিষদ কাঠামো গড়ে তোলা সবার জন্যই একটি বড় চ্যালেঞ্জ।’

/আরএআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ