X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হাজী সেলিমকে নিয়ে ২ দিন পর অগ্নিদগ্ধদের পাশে মালিকপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ২০:২২আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২২:১২

সাভারের আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লিমিটেডে অগ্নিকাণ্ডের দুদিন পার হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় আহতদের দেখতে ঢাকা মেডিক্যালে এসেছিলেন কারখানার এক মালিক শামীমের স্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম।

অগ্নিকাণ্ডে আহতরা এসময় মালিক শামীমের স্ত্রী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করেন। আহতদের খোঁজ নেওয়া শেষে, আহত প্রত্যেককে ১০ হাজার টাকা ও নিহত একজনের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন তিনি।

এছাড়া, বিকালে আহতদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। দগ্ধদের চিকিৎসার খোঁজ শেষে আহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা ও নিহতদের পরিবারকে দুই লাখ টাকার সহায়তা দেওয়ার আশ্বাস দেন তারা।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বার্নে অনেক আহত ভর্তি আছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় কোনও গাফিলতি না করার নির্দেশও দেওয়া হয়েছে। গাফিলতি হলে কোনও ছাড় দেওয়া হবে না’

আর্থিক সাহায্য দিচ্ছেন কারখানার মালিকপক্ষ, সঙ্গে হাজি সেলিম শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘ত্রুটিপূর্ণ কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কালার ম্যাচ বিডি লিমিটেডে শিশু শ্রমিক ও কারিগরি ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে বলেন, ‘সবাই মোটামোটি স্টেবল পজিসনে রয়েছে। কে শঙ্কামুক্ত আর কে শঙ্কামুক্ত নয় সেটা আলাদাভাবে বলা কঠিন। কারণ প্রায় সবারই শ্বাসনালী কম-বেশি পুড়েছে। তবে তাদের যত ধরনের চিকিৎসা প্রয়োজন সবই দেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ নভেম্বর) সাভারের আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে একটি কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২১ নারী শ্রমিক ভর্তি হন। এর মধ্যে দু’জন শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?