X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ড. ইউনূসের বিরুদ্ধে ‘বকেয়া পরিশোধ’ না করার মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ২২:৫০আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২২:৫০

ড. মুহাম্মদ ইঊনূস ‘বকেয়া পরিশোধ’ না করার অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে মঙ্গলবার (১৪ মার্চ) শ্রম আদালতে ১০টি মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান দশ জন কর্মচারী। তিন নম্বর শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালতে এসব মামলা হয়েছে। আগামী মাসে ক্ষুদ্রঋণের জনক মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করা হবে।

তিন নম্বর শ্রম আদালতের শেরেস্তাদার মো. জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার গ্রামীণ টেলিকমের সাবেক কর্মচারীরা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানকে বিবাদী করে মামলা দায়ের করেন।

শ্রম আদালতের শেরেস্তাদার আরও জানান— গ্রামীণ টেলিকমের সাবেক সহকারী অফিসার সজিবুর রহমান, ওই প্রতিষ্ঠানের সাবেক তিন জ্যেষ্ঠ কর্মকর্তা আবু সুফিয়ান, গুলশান আহমেদ ও সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

মামলায় বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণফোনের এক তৃতীয়াংশ শেয়ারের মালিক গ্রামীণ টেলিকম। প্রতিষ্ঠানটির লাভের অংশ কর্মীদের সঙ্গে শেয়ার করার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা করা হয়নি। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমের মুনাফা হয়েছে ২৫ কোটি মার্কিন ডলার। কিন্তু কর্মীদের মাঝে এই মুনাফা পরিশোধ করা হয়নি।

গত দশকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২১ হাজার কোটি টাকার মধ্যে ৫ শতাংশ অর্থাৎ ১০৮ কোটি টাকা কর্মী ও সরকারকে দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই অর্থের ৮০ শতাংশ প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান কর্মীদেরকে পরিশোধ ও ১০ শতাংশ সরকার এবং ১০ শতাংশ প্রতিষ্ঠানের কল্যাণ তহবিলে জমা দিতে হবে। কিন্তু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ চার জন তা বাস্তবায়ন করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

/এসআইটি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া