X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে র‌্যাবের গোয়েন্দা প্রধান আজাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ২৩:২৭আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২৩:৫০

র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। তাকে  লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, “র‌্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদের অবস্থা ‘ভেরি ক্রিটিকাল’। ওনার কোনও ‘প্রোগ্রেস’ নেই।”
নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসকদের বরাত দিয়ে অন্য একটি সূত্র জানায়, ‘আবুল কালাম আজাদের ব্রেন কাজ করছে না। তাকে লাইফ সাপোর্ট দিয়ে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে।
কর্নেল আজাদ মাউন্ট এলিজাবেথ  হাসপাতালের নিউরো সার্জন ডা. লি কিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা অপরিবর্তিত। তার চিকিৎসা চলছে।’ এসময় তিনি আজাদের জন্য  সবার দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়ির অদূরে পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে আহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে রাতেই তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। রবিবার রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।
/এসএসজেড/জেইউ/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং:  বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে