X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ০২:২৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০২:২৫

পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চুক্তি সই বাংলাদেশে পোড়া রোগীদের চিকিৎসায় দক্ষতা বাড়াতে সিঙ্গাপুরের সাইনহেলথ নামক এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এ চুক্তির আওতায় সিঙ্গাপুরের ওই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ৮৫ জন চিকিৎসক ও নার্সকে বিশেষ প্রশিক্ষণ দেবে।

শনিবার ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। একই সঙ্গে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জানা গেছে, ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত এ প্রশিক্ষণে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর,  সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, বরিশাল,  ফরিদপুর খুলনা, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, এবং অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ জন প্লাস্টিক সার্জন ও এনেসথেসিয়া, ৪৬ জন নার্স এবং ৭ জন ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে ড্রেসিং, ওয়ার্ড রাউন্ড, আইসিইউ কেয়ার, পুষ্টি, ফিজিওথেরাপি, এবং সার্জারি সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। সিঙ্গাপুরের  সাইনহেলথের ১৭ জন প্রশিক্ষক এ প্রশিক্ষণ দিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. ইকবাল আর্সলান, সিঙ্গাপুর সাইন হেলথ গ্রুপের ডিরেক্টর ছুয়াইয়েও লেনগ, হেড অফ সিনিয়র কনসালটেন্ট থান বিন কিম, প্রোগ্রাম ডেভেলপমেন্টের সিনিয়র ডিরেক্টর মিসেস বিজয়া রাও, বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম, সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ।

/এ আই বি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
রাতে ইউরোপিয়ান ক্লাসিকো
রাতে ইউরোপিয়ান ক্লাসিকো
বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব
বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব
খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে আ.লীগ নেতাকর্মীরা
খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে আ.লীগ নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন