X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জঙ্গি তৎপরতা যাচাইয়ে দেশের সব দাখিল-আলিম মাদ্রাসায় চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ২২:২০আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২৩:৫২

মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা ও মাদ্রাসার ছাত্রাবাসে জঙ্গি কার্যক্রম চলছে কিনা,তা যাচাই করতে দেশের সব দাখিল ও আলিম মাদ্রাসার প্রধানদের চিঠি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এছাড়া শিক্ষার্থীরা বিভ্রান্ত ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ হতে পারে, এমন উসকানিমূলক নোট, গাইড ও সহায়ক বই পড়ানো বা মাদ্রাসায় সংরক্ষণ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে বলেও জানিয়ে দেওয়া হয়।
সোমবার (১৭ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো.মজিবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে জঙ্গি কার্যক্রম চলছে কিনা,তা যাচাইয়ে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নিতে এবং নিরীক্ষণ কার্যক্রম জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।
চিঠিতে বলা হয়, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে হবে।
মাদ্রাসা প্রধানদের পাঠানো চিঠিতে জানানো হয়, কোনও ছাত্র-ছাত্রী যৌক্তিক কারণ ছাড়া ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে, তাদের সম্পর্কে থানা ও গোয়েন্দা সংস্থাসহ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে নিয়মিত রিপোর্ট দিতে হবে।
মাদ্রাসাগুলোতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী নিয়মিত অ্যাডভোকেসি নিশ্চিত করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ,মাদক ইত্যাদি প্রতিরোধে একটি স্ট্যান্ডার্ড ফরমে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের করণীয় ও বর্জনীয় এবং শিক্ষক- অভিভাবকদের অনুসরণীয় নির্ধারণ করে মাদ্রাসাগুলোতে বিলবোর্ড আকারে দৃশ্যমান স্থানে টানিয়ে দিতে হবে।
এছাড়া সন্ত্রাস-জঙ্গিবাদকে আদর্শগতভাবে মোকাবিলার জন্য প্রয়োজনীয় কর্মকৌশল প্রণয়ন করে এর কার্যক্রম গ্রহণ করতে হবে।
গত ৩১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষাবোর্ড এসব নির্দেশনা দিয়ে চিঠি পাঠায়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব দাখিল ও আলিম মাদ্রাসার প্রধানদের করণীয় সম্পর্কে  চিঠি  দেওয়া হয়েছে। চিঠি পাঠানো ছাড়াও দেশের বিভিন্ন মাদ্রাসা প্রধানদের সঙ্গে কথা হয়েছে। এখন তারা নিয়মিত এই নির্দেশনা বাস্তবায়ন করবেন। এছাড়া, নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার কথাও তাদের জানানো হয়েছে।’
প্রসঙ্গত, এর আগে গত ৮ ফেব্রুয়ারি জঙ্গি বিষয়ে উসকানিমূলক বই পড়ানো এবং সংরক্ষণের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
/এসএমএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে