X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

যা আছে দাওরায়ে হাদিস সিলেবাসে

মানিক মিয়াজি
১৫ মে ২০১৭, ২৩:৩৯আপডেট : ১৫ মে ২০১৭, ২৩:৪২

 

দাওরায়ে হাদিসের পরীক্ষা কওমি মাদ্রাসার দাওয়ারে হাদিস পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার (১৫ মে) থেকে। চলতি বছর মাস্টার্স স্বীকৃতি দেওয়ার পর প্রথমবারের মতো শুরু হয়েছে এই পরীক্ষা। স্বীকৃতির বিষয়ে সরকারের সিদ্ধান্তে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মাঝে ইতিবাচক ও নেতিবাচক, দুই রকম প্রতিক্রিয়া দেখা গেছে।

বাংলাদেশ ব্যুরো অব অ্যাডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিকস-এর ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, সারাদেশের ১৩ হাজার ৯০২টি মাদ্রাসায় বর্তমানে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। কওমি মাদ্রাসার পক্ষ থেকে বলা হয় শিক্ষার্থীর সংখ্যা ১৭ লাখের কম নয়। 

পরিসংখ্যান থেকে জানা যায়, ১২ হাজার ৬৯৩টি মাদ্রাসায় ১০ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন ছেলে পড়াশোনা করছে আর ১ হাজার ২০৮টি মাদ্রাসায় ৩ লাখ ৩৯ হাজার ৬১৬ জন নারী পড়াশোনা করছেন। ইসলামি ব্যবস্থায় পড়াশোনা করা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান বলেন, ‘সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে। তবে কওমি শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা জরুরি।’ কয়েকজন বিশেষজ্ঞ জানান, দাওরায়ে হাদিসের পাঠ্যক্রম পুরোপুরি সম্পন্ন করতে ১৬ বছর সময় লাগে। তবে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে মাত্র ৬ বছরেই সনদ পাওয়া সম্ভব।

দাওরায়ে হাদিসের শিক্ষার্থীরা এর আগেই ১০ বছরের কওমি পাঠ শেষ করে আসেন। ওই ১০ বছর সময়ের মধ্যে ২৪টি বিষয় পড়েন। এর মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা ছাড়াও রয়েছে আরবি, উর্দু ও ফার্সি ভাষা। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা ব্যাকরণ, সাহিত্য, গণিত, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও সাধারণ বিজ্ঞানও রয়েছে।

এদিকে, দাওরায়ে হাদিসে ভর্তি হওয়ার  শিক্ষার্থীরা আরও ৬ বছর পড়াশোনা করেন।  এর মধ্যে রয়েছে কোরআন ও হাদিসের আলোকে ইসলামের তাত্ত্বিক বিষয় (জুরিসপ্রুডেন্স)। এর মূলে রয়েছে ছিয়াসিত্তাহ। অর্থাৎ ছয়টি বিশুদ্ধ হাদিসগ্রন্থ। এগুলো হলো সহিহ বুখারি শরিফে ৭ হাজার হাদিস, সহিহ মুসলিম শরিফের ৯ হাজার হাদিস, সুনান আন নাসাই, সুনান আবু দাউদ, জামি আল তিরিমিজি ও সুনান ইবন মাজাহ।

সরাসরিও এসব কিতাব পড়ানো হয়। আবার সুনির্দিষ্ট বিষয়ের ব্যাখ্যার (তাফসির) সহায়তাও নেওয়া হয়। সুনির্দিষ্ট করে পড়ানো হয় ইসলামি আইন বিষয় হাদিসের সংকলন মুয়াত্তা ইমাম মালিক এবং মুয়াত্তা ইমাম মুহাম্মদ ও তাহাবি শরিফ।

যা আছে পাঠ্যসূচিতে

হুদুদআইন: কয়েকজন দাওরায়ে হাদিস বিশেষজ্ঞ জানান, হুদুদ আইন মূলত ইসলামি আইনবিজ্ঞান। ‘মুয়াত্তা ইমাম মালিক’ দাওরা সিলেবাসের মূল বই।

জিহাদ: আরবি শব্দ জিহাদ-এর অর্থ লড়াই। কোরআন ও হাদিস মতে, ভালো মুসলিম হওয়ার জন্য সব ধরনের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের পাশপাশি নিজের বিশ্বাসকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার নামই জিহাদ।

হিজাব: হিজাব বা পর্দার ব্যাপারেও এখানে শেখানো হয়। এটি নিজেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। নারীদের ক্ষেত্রে এর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

নারী অধিকার ও কর্মক্ষেত্রে নারীরা:  দাওরায়ে হাদিসের সিলেবাসে নারী অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কওমি শিক্ষকরা জানান, তারা নারী অধিকার, কর্মক্ষেত্র, শিক্ষা ব্যবস্থা ও এসবের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন।

জামিয়া আরবিয়া দারুল উলুম মাদ্রাসার দাওরায়ে হাদিসের সিনিয়র শিক্ষক ওয়ালিউল্লাহ আরমান বলেন, ইসলামি আইনে নারীদের তাদের জন্য বিশেষভাবে তৈরি কর্মক্ষেত্রে কাজ করার অনুমতি রয়েছে।

যুদ্ধ (কিতাবুলমাগাজি): ইসলামি যুদ্ধ নিয়ে বলা হয়েছে কিতাবুল মাগাজি বইটিতে। মুসলিমরা কখন, কোন বিষয়ে যুদ্ধে যেতে পারবে এবং কিভাবে যুদ্ধ করবে, সে সম্পর্কিত হাদিস এই বইয়ে সংকলিত হয়েছে।

ব্যবসা (কিতাবুলবায়াহ): এই বইটিতে ব্যবসা সম্পর্কিত নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসলামিরাষ্ট্র: একটি ইসলামি রাষ্ট্রের নীতি কেমন হবে, আরেকটি রাষ্ট্রের সঙ্গে তার আচরণ, অর্থনৈতিক কাঠামো কেমন হবে, সেই বিষয়গুলো দাওরায়ে হাদিসে পড়ানো হয়।

ইসলামিঅর্থনৈতিকব্যবস্থা: টাকা জমা রাখা, ব্যাংকিং নিয়ে ইসলাম কী বলে, হাদিসের আলোকে সেই বিষয়গুলো সেখানো হয় এখানে। রিবা বা সুদ এখানে নিষেধ করা হয়েছে।

চিকিৎসা: একজন বিশেষজ্ঞ জানান, দাওরায়ে হাদিসের শিক্ষার্থীরা তিন হাজার ধরনের রোগের চিকিৎসা বিষয়ে পড়াশোনা করেন। এর মধ্যে এক হাজার রোগের জন্য মূলত ভেষজ, বাকিগুলো দোয়ার মাধ্যমে আরোগ্যের পদ্ধতি শেখেন তারা। এক হাদিসে বলা হয়েছে, ‘প্রত্যেক রোগেরই ওষুধ রয়েছে। আর যদি সেই ওষুধ প্রয়োগ করা হয়, তবে আল্লাহর ইচ্ছায় তিনি সুস্থ হয়ে উঠবেন।

অমুসলিমদের সঙ্গে আচরণ: অমুসলিমদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সেই বিষয়েও দাওরায়ে হাদিসে শেখানো হয়। অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে বসবাস করতে পারবেন, তবে সে জন্য তাদের জিজিয়া কর দিতে হবে।

/এমএইচ/ টিআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ