X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে তদন্ত কর্মকর্তাকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ২০:৪৫আপডেট : ২৩ মে ২০১৭, ২০:৪৫

আদালত মানবপাচারের একটি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগে ওই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশীদ আলমকে তলব করেছেন আদালত। বাদি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আসামির অবস্থান জানতে মঙ্গলবার (২৩ মে) তলবের এই আদেশ দেন।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন ওয়ার্ড কমিশনার হারুন চৌধুরীকে ছেড়ে দেওয়ার অভিযোগ করেন বাদিপক্ষ।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন,‘আইনি বিধান অনুযায়ী গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে আসামি হাজির করতে হয়। যদি না করা হয়, তবে তা লিখিতভাবে আদালতকে জানাতে হবে। পুলিশ আসামিকে এভাবে ছেড়ে দিতে পারে না। আদালতকে যেকোনও পরিস্থিতি অবহিত করতেই হবে।’

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের শুরুর দিকে ১৪ বছরের এক কিশোরী প্রাক্তন কমিশনার হারুন চৌধুরীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। কাজে যোগ দেওয়ার আট থেকে নয় মাস পর ২০১৬ সালের ২২ অক্টোবর কিশোরীর বাবা মেয়েকে ঈদে বাড়ি পাঠানোর জন্য হারুন ও তার স্ত্রীর কাছে অনুরোধ করলেও তাকে বাড়িতে পাঠানো হয়নি। পরে কিশোরীর বাবা ঢাকায় আসামিদের বাসায় এসে তার মেয়ের খবর জানতে চাইলে তাকে আটকে রাখা হয়। কোনভাবেই মেয়ের খোঁজ না পেয়ে কিশোরীর বাবা হাজারীবাগ থানায় মামলা করতে যান। থানা মামলা না নেওয়ায় তিনি ওই বছর ২৭ অক্টোবর আদালতে মানব পাচার আইনের ৭/৮ ধারায় একটি নালিশী মামলা করেন।

পরে আদালতের নির্দেশে কাজে দিয়েছিল যে নারী, সেই আম্বিয়া খাতুন,  প্রাক্তন ওয়ার্ড কমিশনার হারুন চৌধুরী,  তার স্ত্রী,  মেয়ে ও মেয়ের স্বামী লিটনের বিরুদ্ধে মামলা নেয় হাজারীবাগ থানা।

/ইউআই/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং:  বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে