X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ফাহমিদুল হকের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১৯:৪০আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৯:৪৫

ফাহমিদুল হকের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড.ফাহমিদুল হকের বিরুদ্ধে একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদের দায়ের করা মামলা প্রত্যাহার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ লেখক ঐক্য।
আজ শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৫টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি রাখাল রাহা, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সদস্য চঞ্চল আশরাফ, সমাজকর্মী জাকিয়া শিশির, রাষ্ট্রচিন্তা নামে আরেকটি সংগঠনের সংগঠক হাসিবউদ্দিন হোসেন ও হাসনাত কাইয়ুম, ম্যান ফর ম্যান নামে সামাজিক সংগঠনের কর্মী ইমরান মোহন প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।
রাখাল রাহা বলেন, ‘৫৭ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এ ধারা বাতিলের কথা বলা হয়েছে। কিন্তু এর বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে না। ফাহমিদুল হক একজন সৎ ও প্রতিবাদী শিক্ষক। বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশে অরাজক পরিস্থিতি বিরাজমান।এতে কারও মানহানি হয় না। কেউ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেই মানহানি হয়। এ দমনমূলক আইন বাতিল করতে হবে। ফাহমিদুল হকের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’
হাসনাত কাইয়ুম বলেন, ‘একটি আইন প্রণয়ন করার আগে সেটি মানুষের পক্ষে না বিপক্ষে যাচ্ছে,সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। রাষ্ট্র ভিন্নমতকে সহ্য না করার সংস্কৃতি চালু করতে চায়। কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করতে হলে সব গণবিরোধী আইনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’
চঞ্চল আশরাফ বলেন, ‘একটি নামমাত্র রাষ্ট্রে আমরা বসবাস করছি, যেখানে মানুষের পরিপূর্ণ স্বাধীনতা নেই। ৫৭ ধারার মতো আইন কোনও সভ্য দেশে অকল্পনীয়। পাশের দেশ ভারতে কিছুদিন আগে এ ধরনের আইন বাতিল করা হয়েছে। কোনও উন্নত দেশে এ ধরনের আইন নেই। যে জাতি মানসিকভাবে মুক্ত থাকতে পারে না,সে জাতি সুস্থ ও পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। অবিলম্বে ৫৭ ধারা ও ফাহমিদুল হকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হোক।’
বাংলাদেশ লেখক ঐক্যের সহ-সভাপতি আশরাফ সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।


আারও পড়ুন-

৫৭ ধারার মামলা নিয়ে মন্তব্য নয়, ফেসবুকে শিক্ষকদের দায়িত্বশীল হতে বললেন ঢাবি ভিসি

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে