X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পল্লবীতে ছিনতাই, নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কের জের?

বাংলা টিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ০৪:১৫আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৪:১৫

ছিনতাই রাজধানীর পল্লবীতে ছুরিকাঘাতে আব্দুর রহমান (৪০) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। এই ব্যবসায়ীর দাবি— তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৪২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। তবে পুলিশ বলছে— ছিনতাইয়ের কোনও ঘটনা ঘটেনি। এটি সম্পুর্ণ নাটক। আব্দুর রহমানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এক নারীর সঙ্গে।  ওই নারীর স্বামীর লোকজনের হামলায় তিনি আহত আহত হয়েছেন।
আব্দুর রহমানের বোন সাহিদা বেগম জানান, আব্দুর রহমান পল্লবীর ১০/এ নম্বর সেকশনে থাকেন। তিনি মিরপুর ১২ নম্বর থেকে বেনারশি ও তাঁতের শাড়ি পাইকারি কিনে শরিয়তপুরের বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। বুধবার  (১৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে মিরপুর ১২ নম্বরে যাচ্ছিলেন। এ সময় পল্লবী থানার অদুরে চারলেন রাস্তায় ৪/৫ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এরা আব্দুর রহমানকে ছুরাকাঘাত করে তার কাছে থাকা ৪২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে সকাল সাড়ে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, আব্দুর রহমান জানিয়েছেন, সড়কের ওপর যখন দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে অর্থ লুট করছিল; তখন দূরে দাঁড়িয়ে দেখছিলেন তারই পরিচিত মান্না ও তার স্ত্রী। এক পর্যায়ে মান্না পালিয়ে গেলেও তার স্ত্রী দাঁড়িয়ে তাকে মারধোরের দৃশ্য দেখছিলেন। আব্দুর রহমানের অভিযোগ, মিরপুর ১২ নম্বরে ব্যবসা করার সুবাদে ওই এলাকার মান্নার স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়। তা এক পর্যায়ে বন্ধুত্বে রূপ নেয়। গত দুই বছর আগে জরুরি প্রয়োজনে সে তার কাছে এক লাখ টাকা ধার নেয়। তিনি কোনও প্রমাণ না রেখে তাকে এক লাখ টাকা দিয়ে দেন। কিন্তু পরে সে টাকা ফেরত দিতে নানা টালবাহানা শুরু করেন। এর জের ধরে মান্নার ও তার স্ত্রীর ইন্ধনে এ ঘটনা ঘটানো হতে পারে বলে তিনি মনে করেন।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, তার এলাকায় কোনও ছিনকাইয়ের ঘটনা ঘটেনি। আব্দুর রহমানের বিবাহ বহির্ভূত সম্পর্ক যে নারীর সঙ্গে ছিল, তার সঙ্গে দেখা করতে গিয়ে তার স্বামীর লোকজনের পিটুনিতে আহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীও আহত হয়েছেন বলে জানা গেছে। ওসি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

/এআইবি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে