X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নাইজেরীয় প্রতারকদের নতুন ফাঁদ!

রাফসান জানি
২৭ জুলাই ২০১৭, ১৫:২১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৫:২৫

গোয়েন্দা পুলিশের হাতে আটক নাইজেরীয় প্রতারকচক্র প্রতারণার নতুন নতুন ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে নাইজেরীয় প্রতারক চক্র। বাংলাদেশে অবস্থানকারী কারও সঙ্গে ফোন বা মেইলে সম্পর্ক স্থাপনের পর বিশাল অংকের টাকা বিনিয়োগের প্রস্তাব দেয় এই প্রতারক চক্রের সদস্যরা। আর সেই প্রস্তাবে রাজি হয়ে টাকা পেতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। কিছু বাংলাদেশিও নাইজেরিয়ান প্রতারকদের সঙ্গে এ কাজে হাত মিলিয়েছে। এভাবে দিনের পর দিন মানুষকে ঠকানোর ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা।

এমনই একটি প্রতারক চক্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৬ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার নাইজেরিয়ানসহ সাত প্রতারককে আটক করে ডিবি উত্তর বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। আটক ব্যক্তিরা হলো- জন আগডি ইউজিও, লিজা আক্তার, আফেজ, মহসিন শেখ, তাসমিয়া পারভীন, মাইকেল ইউজিনি ব্রাউন ও নামডি কেলভিন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, ‘মেইল বা মেসেজে বাংলাদেশিদের সঙ্গে প্রথমে যোগাযোগ করে নাইজেরিয়ান প্রতারকরা। এরপর বলে ‘আমার কাছে প্রচুর টাকা আছে। তোমাদের দেশে টাকা বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে এবং এই বিনিয়োগ নিরাপদ। তাই আমি টাকা পাঠাবো। তুমি সেটাকে কাজে লাগাবে। তোমার শ্রম আর আমার টাকা।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সেই টাকা উত্তোলন করতে গেলে বলা হয়, এর জন্য কিছু টাকা দিতে হবে। সরল বিশ্বাসে টাকা দিলে প্রতারণার শিকার হতে হয়। আর এই ফাঁদে অনেক বাংলাদেশিকে ফাঁসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।’

আবদুল বাতেন বলেন, ‘সম্প্রতি কামরুজ্জামান নামে একজনের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় প্রিসকা খালিফা নামের এক বিদেশি নারীর। সেই নারী জানায়, তার বাবা ড. ডেভিড উইলসন খালিফার নামে লন্ডনের একটি ব্যাংক একাউন্টে ৩.৮ মিলিয়ন ইউএস ডলার জমা আছে। এগুলো তোলার জন্য বিশ্বস্ত লোক ও কিছু টাকা প্রয়োজন। প্রিসকা খালিফার ফাঁদে পা দিয়ে আটক লিজা ও মহসিনের বিভিন্ন অ্যাকাউন্টে কয়েক ধাপে ২৫ লাখ ৪৪ হাজার ১৪৪ টাকা জমা দেন। যা পরবর্তীতে এই প্রতারক চক্র আত্মসাৎ করে।’

মহানগর পুলিশের এই কর্মকর্তা জানান, ‘প্রতারক প্রত্যেকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। কারও কারও ১০-১২টি অ্যাকাউন্টও রয়েছে। এদের মধ্যে লিজার একটি অ্যাকাউন্ট থেকে গত এক মাসে কোটি টাকার ওপরে ট্রানজেকশন হয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানতে পেরেছেন।’ তিনি আরও বলেন, ‘আর এসব টাকা দেশের বাইরে পাচার করতে বিভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে। কখনও দামি পণ্য কিনে সেটা বিদেশে নিয়ে বিক্রি করে টাকা নিচ্ছে, কখনও হুন্ডি করে টাকা দেশের বাইরে পাচার করছে। এদের সঙ্গে বেশ কিছু অসাধু মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর যোগসাজশ রয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।’

নাইজেরীয় প্রতারক চক্র বিভিন্নভাবে বাংলাদেশে আসার পর গার্মেন্টস বা অন্য ব্যবসার আড়ালে এসব প্রতারণা করে। এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানান ডিবির যু্গ্ম কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, ‘এদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর পাসপোর্ট ছিড়ে ফেলে বা লুকিয়ে ফেলে। ফলে আটক করা পর তাদের পরিচয় নিশ্চিতভাবে পাওয়া যায় না। এছাড়া কোনও মামলার সাজা হলেও ছাড়া পাওয়ার পর তাদের নতুন ঠিকানা খুঁজে পাওয়া যায় না। একইভাবে তারা নতুনভাবে প্রতারণার কাজে জড়িয়ে পরে। আর এদের সহায়তা করছে দেশীয় কিছু অসাধু ব্যক্তি।’ তবে অবৈধ বিদেশিদের আইনের আওতায় নিয়ে আসাতে অচিরেই বড় অভিযান চালানো হবে বলে জানান তিনি।

/আরজে/এফএস/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ