X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এবার রেজিস্ট্রারের বরখাস্তের দাবিতে আন্দোলনে ব্র্যাকের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৭, ১৭:৪৫আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৮:৪৮

শুক্রবার ফের আন্দোলনে নামে ব্র্যাকের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে  শুক্রবার সকাল থেকে ফের আন্দোলনে নেমেছেন ব্র্যাকের শিক্ষার্থীরা। এবার তাদের দাবি, তদন্ত চলাকালীন সময় রেজিস্ট্রারকে সকল কার্যক্রম থেকে বরখাস্ত করতে হবে।

আন্দোলনের সমন্বয়ক শেখ নোমান পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) প্রশাসনের প্রতি আস্থা রেখে আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু প্রশাসনকে বলা হয়েছিল, তদন্ত চলাকালীন সময় রেজিস্ট্রারকে তার কার্যক্রম থেকে অব্যাহতি দিতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়র প্রশাসন তা করেনি। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবি,  রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করতে হবে।’

এদিকে শুক্রবার সকালে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দু’টি কোর্সের পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীরা তাতে অংশ নেননি।

গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির কপি

নোমান বলেন, ‘আজকের (শুক্রবার) মতো আন্দোলন কর্মসূচি শেষ করা হয়েছে। আজকের মধ্যে রেজিস্ট্রারকে বরখাস্ত না করলে শনিবার আবারও আন্দোলনে নামবেন  শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র কামরুন নাহার ডানা বলেন, ‘রেজিস্ট্রার আফজালের অধীনে আমরা কোনও পরীক্ষা দেবো না। তাই আজ আবারও আন্দোলনে নেমেছি। দাবি না মানলে কাল (শনিবার) আবারও আন্দোলনে নামবো।’

এদিকে শুক্রবার আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণার পরে গণমাধ্যমকে  পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৪ দফা দাবির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজাল, সহকারী রেজিস্ট্রার মাহি উদ্দিন এবং অফিস অব কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজের সিনিয়র অফিসার জাভেদ রাসেলকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তাকর্মীদের হাতে ছাত্রীদের লাঞ্ছিত হওয়ার ঘটনা, যৌন নিপীড়নের অভিযোগটি তদন্ত করতে হবে। এবং তদন্ত চলাকালে ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত রাখতে হবে। শিক্ষার্থীদের হয়রানি করার কারণে উপাচার্য সৈয়দ সাদ আন্দালিবকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আন্দোলন চালাকালীন শিক্ষার্থীরা কোনও পরীক্ষায় অংশ নেয়নি। ফলে আলোচনার ভিত্তিতে নতুন করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে পরীক্ষা নিতে হবে।

উল্লেখ্য, গত রবিবার (৩০ জুলাই) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহমুদ শাহুল আফজাল ও সহকারী রেজিস্ট্রার মো. মাহিউদ্দিন ও জাভেদ রাসেলের বিরুদ্ধে একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহম্মেদকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার জেরেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাসে বৃস্পতিবার সন্ধ্যায় চলমান আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন আইন বিভাগের ১১ তম সেমিস্টারের ছাত্র শেখ নোমান পারভেজ।

/আরএআর/এপিএইচ/



সম্পর্কিত
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে