X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘অপসাংবাদিকতা’র প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৯:১৬আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৯:১৭

ঢাবিতে মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিককে নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনকে ‘অপসাংবাদিকতা’ বলে আখ্যা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বুধবার (০৯ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে বক্তারা এ আখ্যা দেন।

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন মানববন্ধনটির আয়োজন করলেও এতে বিভিন্ন বিভাগ ও প্রশাসনের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনটির সঞ্চালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান। মানববন্ধনে বক্তারা গণমাধ্যমকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। কোনও ব্যক্তিকে লক্ষ্য করে খবর প্রকাশ না করার দাবিও তোলেন তারা৷

সাম্প্রতিক সময়ে ঢাবি উপাচার্যকে কেন্দ্র করে যে সাংবাদিকতা হচ্ছে তাকে ‘অপসাংবাদিকতা’ উল্লেখ করে বক্তারা বলেন,‘এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত ও অসম্মান করার চেষ্টা চলছে। বাংলাদেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অপসাংবাদিকতা মেনে নেবে না।’

ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্যাহ বলেন,‘মিথ্যার ওপর ভিত্তি করে কোনও শক্তি বিজয়ী হয়নি। আমরা জানি সমাজ বিনির্মাণে সাংবাদিকরা কাজ করেন। কিন্তু আজকে মিথ্যা সাংবাদিকতার মাধ্যমে দেশের বিনির্মাণ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। ভিত্তিহীন সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষক সমিতি কোনোভাবেই মেনে নেবে না।’

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমা শাহীন বলেন, ‘আরেফিন সিদ্দিক কোনও ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। তার প্রতি অসম্মান ও তার বিরুদ্ধে ষড়যন্ত্র পুরো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অসম্মান ও ষড়যন্ত্র। আমরা তা করতে দেবো না। যেভাবেই হোক এটি প্রতিহত করা হবে।’

মানববন্ধনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার বলেন,‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। কিন্তু একটি গোষ্ঠী এ সুষ্ঠু পরিবেশকে নস্যাৎ করতে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা চালাচ্ছে। তারা অপসাংবাদিকতার মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়। আমরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করব।ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন তা প্রতিহত করবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন,‘একপাক্ষিকভাবে যে অপপ্রচার হচ্ছে, তা কখনও গ্রহণযোগ্য নয়। উপাচার্য সম্পর্কে একপাক্ষিকভাবে যে বক্তব্য প্রকাশ করা হচ্ছে, তা সত্যের অপলাপ। সাংবাদিকতার মাধ্যমে সত্যের যে অপলাপ চলছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ আফতাব উদ্দীন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আফতাব আলী শেখ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আব্দুস সালাম প্রমুখ।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ