X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শোক দিবসের পোস্টার ছেঁড়ায় ১১ ঢাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

ঢাবি প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৭, ১৬:৩০আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৬:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় শোক দিবসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের থেকে ১১ জন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে হল প্রশাসন। এ সময় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশাসনকে সহায়তা করে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশে সোপর্দ করা শিক্ষার্থীরা এখন শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্তের পর তাদের নাম প্রকাশ করা হবে।’

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এএম আমজাদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, 'বিজয় একাত্তর হলে বঙ্গবন্ধুর ছবি সংবলিত পোস্টার ছেঁড়ার ঘটনাটি আমি শুনেছি। ভিডিও ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করে তাদের থানা হেফাজতে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এজেএম শফিউল আলম ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'ভিডিও ফুটেজ দেখে আমরা ১১ জনকে শনাক্ত করে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাদের পুলিশে সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।’

এ ব্যাপারে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'গতকাল রাতে ফেসবুকে পোস্টার ছেঁড়ার ছবি দেখি। সকালে হল প্রশাসনকে বিষয়টি অবহিত করলে প্রভোস্ট স্যার এসে ভিডিও ফুটেজ চেক করে দোষীদের শনাক্ত করেন। পরে ছাত্রলীগের সহায়তায় তাদেরকে প্রাথমিকভাবে পুলিশে সোপর্দ করা হয়েছে। অনেকে উদ্দেশমূলকভাবে, আবার অনেকে অজান্তেই কাজটি করে থাকতে পারেন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?