X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তরুণরাই রুখবে সহিংসতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ২১:৩৬আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:৪০

আন্তর্জাতিক ইয়ুথ ডে’র অনুষ্ঠানে বক্তব্য রাখছেন একজন যেকোনও সংহিসতার রুখতে তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। নারী বা পুরুষ হিসেবে না দেখে মানুষ হিসেবে সমাজে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের সঠিক দিক নির্দেশনা দিতে হবে অগ্রজদের। তরুণদের শক্তি কাজে লাগাতে পারলে দেশ এগিয়ে যাবে। রবিবার বিকেলে রাজধানীর জাগো ফাউন্ডেশন কার্যালয়ে আন্তর্জাতিক ইয়ুথ ডে উপলক্ষে ‘ইয়ুথ অ্যাগেইনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্স’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
ইনার হুইল ক্লাব, ইউ ফাউন্ডেশন ও জাগো ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই সেমিনারে প্রায় ২০ জন তরুণ শিক্ষার্থী অংশ নেন। তারা সংহিসতার বিরুদ্ধে তরুণদের ভুমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন, একই সঙ্গে নিজেদের মত প্রকাশ করেন।
‘ইয়ুথ অ্যাগেইনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্স’ শীর্ষক সেমিনারের একটি মুহূর্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক-৩৪৫ এর ডিস্ট্রিক চেয়ারম্যান শারমিন হোসেন, ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক-৩৪৫ এর উপদেষ্টা ব্যারিস্টার ফাতেমা সোবহান, উই ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রুপা খান, জাগো ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার নদী রশীদ।
ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক-৩৪৫ এর ডিস্ট্রিক চেয়ারম্যান শারমিন হোসেন বলেন, দেশ স্বাধীন হয়েছে তরুণদের হাত ধরে। দেশে সব অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে এসেছে তরুণরা। তাই সব কিছুতে তরুণদের প্রয়োজন পরিবারের সমর্থন। এ কারণে পরিবারের মুরুব্বিদের উচিৎ তরুণদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও খোলামেলা আচরণ। এর ফলে কেউ বিপদগামী হয়ে সহিংসতায় জড়াবে না।
বাংলাদেশের সংবিধানে নারী পুরুষ ভেদাভেদ নেই উল্লেখ করে ব্যারিস্টার ফাতেমা সোবহান বলেন, আমাদের সংবিধানে কোথাও নারী পুরুষ আলাদা করা হয়নি, সবাইকে মানুষ হিসেবে বলা হয়েছে। মানুষের মৌলিক বিষয়গুলো উঠে এসেছে।
নারীর প্রতি সহিংসতা রুখতে তরুণদের প্রস্তাবিত সমাধান অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের যে কোনও সহিংসতায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন ব্যারিস্টার ফাতেমা সোবহান। তিনি বলেন, যে কোনও ধরনের সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানাতে হবে। জিডি নয় এজহার দাখিল করতে হবে। পুলিশ এজহার নিতে না চাইলে ম্যাজিস্ট্রেট কোর্টে এজহার দেওয়ার ‍সুযোগ রয়েছে। আমাদের আরও বেশি সচেতন হতে হবে।
উই ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রুপা খান বলেন, নিজের কাজের প্রতি নিজের কাছে জবাবদিহিতা বোধ তৈরি করতে হবে। বিবেক বোধকে জাগ্রত করতে হবে। সহিংসতার বিরুদ্ধে সবাইকে এক সঙ্গে এগিয়ে আসতে হবে। সকলের প্রতিরোধের মুখে সহিংসতাকারীরা সমাজে স্থান পাবে না।
সহিংসতা রুখতে তরুণদের অঙ্গীকার জাগো ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার নদী রশীদ বলেন, দেশের জনসংখ্যার একটা বড় অংশ তরুণ। এই তরুণরা চাইলেই দেশকে বদলে দিতে পারে। আবার এই তরুণরা বিপদগামী হলে দেশে সহিংসতা বাড়বে।
নদী রশীদ বলেন, পরিবার থেকেই শিশুদের মানবিক মূল্যবোধ শেখাতে হবে। নারী-পুরুষ ভেদাভেদ না করে মানুষ হিসেবে মূল্যায়ণ করা শেখাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের ঢাকা বুড়িগঙ্গার প্রেসিডেন্ট শারমীন রহমান, সেক্রেটারি লিলি শাহেদ, ভাইস চেয়ারম্যান মোহসেনা রেজা, আইএসও কাজী জেসমিন কবির, ক্লাব করেনপন্ডেন্ট খোদেজা বেগম, খুরশিদা বানু, জাগো ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন পূর্ণ প্রমুখ।
ছবি: সাজ্জাদ হোসেন
/সিএ/টিএন/

আরও পড়ুন-
সড়ক ও পরিবহন ব্যবস্থাপনার দুর্বলতায় দুর্ঘটনা বাড়ছে

রিয়াদে অভিবাসন ট্যাক্সের মধ্যেও স্কুলে সন্তানদের নিয়ে প্রবাসীদের ভিড়

সম্পর্কিত
সর্বশেষ খবর
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ