X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৯

সড়ক দুর্ঘটনা রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। অন্যদিকে, কদমতলীতে এক গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন নিরাপত্তাকর্মী মো. আব্দুস সামাদ (৬০)। ঢাকা রেলওয়ে থানা ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণ নিহত হয়েছেন। রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই তরুণ হেঁটে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে পড়েন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তরুণের বয়স আনুমানিক ২৪ বছর। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে বলে জানান তিনি।
এদিকে, রাজধানীর কদমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নিরাপত্তাকর্মী আব্দুস সামাদ। তার সহকর্মী সাগর জানান, শ্যামপুরে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন আব্দুস সামাদ। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার ধরনী বাড়ি এলাকায়। কদমতলী থানার শ্যামপুরে অটোবি ফার্নিশার্সের পাশের একটি ফিলিং স্টেশনের কাছে সোমবার দিবাগত মধ্যরাতে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে পুলিশের সহায়তায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে যান।
আরও পড়ুন-
উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
ঢামেক হাসপাতালের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

/এআইবি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি