X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞানে স্টিফেন হকিংয়ের বদলে অভিনেতার ছবি!

রশিদ আল রুহানী
০৭ অক্টোবর ২০১৭, ২৩:০২আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২০:৫৫

স্টিফেন হকিংয়ের ভূমিকায় এডি রেডমাইন। এ ছবিই হকিং নামে ছাপানো হয়েছে (ছবি সংগৃহীত) উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র বইয়ে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জায়গায় অভিনেতা এডি রেডমাইনের ছবি ছাপিয়ে দেওয়া হয়েছে। তবে ভুলটি ধরা পড়ার পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)ও বইটির লেখকরা কেউ এর দায় নিচ্ছেন না। তারা বলছেন যেহেতু ভুল ধরা পড়েছে, আগামী সংস্করণে তা সংশোধন করা হবে।

এনসিটিবি অনুমোদিত বইটির লেখক শাহজাহান তপন, মুহাম্মদ আজিজ হাসান এবং রানা চৌধুরী। ড. শাহজাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। তিনি মারা গেছেন বেশ কয়েক বছর আগে। অন্য দুজন লেখক মুহাম্মদ আজিজ হাসান ও রানা চৌধুরী রাজধানীর সরকারি ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষক।

হকিংয়ের পাশে রেডমাইন (ছবি সংগৃহীত) বইটির একাদশ অধ্যায়ের জ্যোতির্বিদ্যা চ্যাপ্টারের ৬৩৪ নম্বর পৃষ্ঠায় ব্ল্যাক হোল ও ‘স্টিফেন বিকিরণ’ বিষয়ক এক লেখায় বিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিংয়ের ছবি দিতে গিয়ে তার পরিবর্তে ব্রিটিশ অভিনেতা এডি রেডমাইনের ছবি ছাপানো হয়েছে। ‘দ্য থিওরি অব এভরিথিং’ নামের একটি সিনেমায় এডি রেডমাইন হকিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। পদার্থবিজ্ঞান বইয়ে ওই সিনেমার হকিংরূপী রেডমাইনের একটি ছবি স্টিফেন হকিং নামে ছাপানো হয়েছে। ২০১৪ সালের ওই সিনেমার জন্য পরের বছর অস্কার জেতেন এ অভিনেতা।

হাস্যকর এ ভুলের জন্য বইয়ের লেখক, এনসিটিবি ও প্রকাশককে দায়ী করে ফেসবুকে চলছে সমালোচনা। অনেকেই শিক্ষাব্যবস্থার দুরাবস্থাকেই এ জন্য দায়ী করছেন।

শুধু ছবিই নয়,‘ব্ল্যাক হোল’কেও ভুল বানানে লেখা হয়েছে ‘ব্লাক হোল’। ওই অংশের ১৫টি লাইনে ৮ বার এ ভুল করা হয়েছে। এছাড়া, কোথাও ‘ব্লাক হোল’, কোথাও ‘ব্লাকহোল’ লেখা হয়েছে।

ভুলে ভরা সেই পৃষ্ঠা বইটির তৃতীয় লেখক রানা চৌধুরী এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবি ভুল ছাপা হওয়ার বিষয়টি আমাদেরও নজরে এসেছে। এমন ভুল হওয়াটা তো ঠিক নয়। কিন্তু কিভাবে এত বড় ভুল হলো তা বুঝতে পারছি না। তবে, প্রকাশককে বলা হয়েছে, আগামী সংস্করণে এটা ঠিক করা হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণত লেখকরাই ছবি সরবরাহ করেন। অনেক সময় প্রকাশককে বলা হয় নির্দিষ্ট কোনও জায়গায় সংশ্লিষ্ট ছবি ব্যবহার করতে। সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় ছবিটি সংগ্রহ করে ব্যবহার করেন। কিন্তু এই ক্ষেত্রে ঠিক কী ঘটেছিল, অনেক আগের ঘটনা, মনে করতে পারছি না।’

বইয়ের প্রতিবছরই সংস্করণ করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বইটি প্রকাশ করার পর থেকে প্রতিবছরই কোথাও না কোথাও সংশোধন করি। কারণ, বইয়ে অনেক সময় ভুলত্রুটি থেকেই যায়, ছোট ছোট বানান ভুল থাকে, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমেই আমরা জানতে পারি। জানার পরই তা সংশোধন করি।’ বইটি প্রকাশ হয়েছে অনেক বছর আগে। ছবিটি কবে যুক্ত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘চ্যাপ্টারের এই অংশটি সর্বশেষ সংস্করণে (২০১৭) যুক্ত হয়েছে।’

স্টিফেন হকিং ও রেডমাইন (ছবি সংগৃহীত) এনসিটিবির সদস্য মশিউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বইটিতে কিভাবে এতবড় একজন বিজ্ঞানীর ছবি ভুল  হলো, বুঝতে পারছি না। তবে এনসিটিবি থেকে তো অবশ্যই করা হয়নি। কারণ, ছোট বাচ্চাও স্টিফেন হকিংকে চেনে।’ তিনি আরও বলেন, ‘কোনও লেখক বই রচনা করতে চাইলে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক যাচাই বাছাই করে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে তাদের মাধ্যমে ভুল ত্রুটি ধরে তা সংশোধন করে তারপর অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়াটাও এতটা সোজা নয়। এছাড়া, অনুমোদন পাওয়ার পরও প্রতিবছরই ভুলত্রুটি সংশোধন করা হয়। কারিকুলাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন চ্যাপ্টার সংযোজন বা বিয়োজন করতে হলে এনসিটিবির কাছ থেকে অনুমোদন নিতে হয়।’

ভুল ত্রুটি কারা সংশোধন করে জানতে চাইলে তিনি বলেন, ‘লেখকরাই করেন। তবে এনসিটিবি থেকেও মাঝে মাঝে বিশেষজ্ঞদের কাছে লেখা পাঠিয়ে লেখা সহজ করা হয়।’ তিনি দাবি করেন, ‘লেখকরাও হয়ত ভুল করেননি। ভুল যদি হয়েই থাকে তাহলে প্রকাশনা থেকে হতে পারে। হয়ত প্রিন্টে যাওয়ার পর কোনোভাবে ছবিটি পরিবর্তন হয়ে গেছে।’

বইটি প্রকাশ করেছে হাসান বুক হাউস। এ বিষয়ে কথা বলার জন্য হাসান বুক হাউস অফিসে ফোন করা হলে কাউকে পাওয়া যায়নি।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের