X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ইউনিলিভারের ‘হ্যান্ডওয়াশ প্রোগ্রামে’ অংশ নিয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ১৩:১০আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৪:২৪

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ‘লাইফবয় হ্যান্ডওয়াশ প্রোগ্রামে’ অংশ নিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার দুপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে রাজধানীর শতাধিক স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেয়।

অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায়, অনুষ্ঠান চলাকালে অর্ধশতাধিক শিক্ষার্থী রোদের কারণে মাঠে অসুস্থ হয়ে পড়ে। তাদের দুপুর সোয়া ১২টায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের অধিকাংশ বিএডিসি স্কুলের শিক্ষার্থী। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছে।

অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক মো. মোতালেব বলেন, ‘আমার মেয়েকে সকালে স্কুলের প্রোগ্রামে নিয়ে আসি। সকাল থেকেই তারা মাঠে ছিল, একটু আগে অসুস্থ হয়ে পরে। তাই অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষার্থীদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্কুলের ১১ হাজার ১৫৭ জন শিক্ষার্থীকে ইউনিলিভার তাদের একটি প্রোগ্রামের জন্য আমাদের মাঠে এনেছে। সকাল সাতটা থেকে তাদের প্রোগ্রাম শুরু হয়েছিল। পরে সাড়ে ৮টা থেকে ৯টার দিকে আমার সামনেই তিনজনকে পড়ে যেতে দেখেছি। তখন ইউনিলিভারেরই মেডিক্যাল টিম ছিল তারাই তাদের একটু সুস্থ করে আবার অনুষ্ঠানে দাঁড় করিয়েছে। মোট কতজন অসুস্থ হয়েছে তা আমার জানা নেই।’

অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষার্থীদের তিনি আরও বলেন, ‘আমার স্কুলের একটা শিক্ষার্থীও সেখানে অংশ নেয়নি। কারণ ওদের পরীক্ষা চলছে। ইউনিলিভার শুধুমাত্র আমাদের মাঠ ব্যবহার করেছে। এর সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’

ইউনিলিভারের জনসংযোগের দায়িত্বে থাকা মিডিয়া হাউজ মাইন্ড শেয়ারের কর্মকর্তা ক্ষিতিশ পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আসলে কোনও সাংবাদিককে আজ দাওয়াত করিনি। আমাদের উদ্দেশ্য ছিল গিনেস বুকে রেকর্ড করা। সেই উদ্দেশে আমাদের এই হাত ধোয়া অনুষ্ঠানে সাড়ে দশ হাজার শিক্ষার্থী অংশ নেয়।’

তিনি আরও বলেন, ‘আমি সারাদিন সেখানে ছিলাম। যেকোনও শিক্ষা প্রতিষ্ঠানে একটি বড় অনুষ্ঠান হলে সেখানে দুই একজন বাচ্চা অসুস্থ হতেই পারে।’


ছবি: আমানুর রহমান রনি

/এআরআর/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
মার্কিন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
চট্টগ্রামে ফিশারিজ সেন্টারের উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হত্যা
আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার
আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের