X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্টের ৯ কর্মকর্তাকে ২২ অক্টোবর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ২১:১২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২১:১৪

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ সদ্য বদলি হওয়া ৯ কর্মকর্তাকে আগামী ২২ অক্টোবর নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বুধবার (১৮ অক্টোবর) বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা এবং তাদের মধ্যে ৯ কর্মকর্তাকে বদলি করা স্থানে যোগদান সংক্রান্ত নির্দেশ দিয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ১০ কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়। সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে আইন মন্ত্রণালয় তাদের বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ -৩ এর বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমানকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার যাবিদ হোসাইনকে রংপুরের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরূনাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ ও প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা ইসমাঈল হোসেনকে বরগুনাতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়।

এদিকে, সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে  নয় জনকে আগামী ২২ অক্টোবর অপরাহ্ণে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞপ্তিতে আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরূনাভ চক্রবর্তীর নাম উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা জাকির হোসেন  জানান, বদলি করা ব্যক্তিদের মধ্যে অতিরিক্ত রেজিস্ট্রার অরূনাভ চক্রবর্তী দেশের বাইরে থাকায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

/এজেডখান/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!