X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঢাকায় ‘কমনওয়েলথ ১০০’ লিডারশিপ প্রকল্পের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১৮:৫৫আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৮:৫৫

স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অভ্যর্থনা জানাচ্ছেন কাজী নাবিল আহমেদ তরুণদের নেতৃত্ব উন্নয়নের জন্য বাংলাদেশে ‘কমনওয়েলথ ১০০’ নামে একটি লিডারশিপ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে প্রকল্পটি উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। উদ্বোধনের পর তিনি ড. শিরীন শারমিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ‘কমনওয়েলথ ১০০’ প্রকল্প সম্পর্কে স্পিকার শিরীন শারমিন চৌধুরী  বলেন, ‘তরুণদের লিডারশিপ উন্নয়নে এমন প্রকল্প তাদের জন্য একটি বড় সুযোগ এনে দেবে। কমনওয়েলথ তরুণদের উন্নয়নকে গুরুত্ব দেয়। যে কারণে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ চালু করছে তারা।’

স্পিকারের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ‘কমন পারপাস’র এশিয়া প্যাসিফিক সিইও আদিরুপা সেনগুপ্তা বলেন, ‘কমন পারপাস লিডারশিপ উন্নয়নের ব্যাপারে খুবই সচেতন। শুধু তাই নয়, এমন প্রকল্প শুরু করার ব্যাপারে আমরা সবসময়ই এগিয়ে। সিএসসি লিডার্স, দক্ষিণ এশিয়া ভেনচার এবং অগ্রগামী ২০১৭ যৌথভাবে এমসিসিআইকে (মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সঙ্গে নিয়ে ‘কমনওয়েলথ ১০০’ প্রকল্পটি ঢাকায় শুরু করতে পেরে আমরা অনেক আনন্দিত।’

প্রকল্পটির ব্যবস্থাপক মেঘা হরিশ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রকল্পটি পরিচালনা এবং সম্পন্ন হওয়ার পদ্ধতি তুলে ধরেন। তিনি বলেন, ‘এক হাজার তরুণের সাক্ষাৎকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং এক গবেষণার ভিত্তিতে আমরা প্রকল্পটির মডেল তৈরি করেছি। প্রকল্পের পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে।’ তিনি বলেন, ‘আমরা সে ধরনের তরুণদেরই খুঁজছি যারা বিশ্বস্ত, চটপটে এবং মুক্ত মনের অধিকারী।’

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের এক প্রশ্নের উত্তরে কমন পারপাসের এশিয়া প্যাসিফিক সিইও আদিরুপা সেনগুপ্তা বলেন, ‘আপাতত আমাদের টার্গেট আগামী দুই বছর। এরপর মালয়েশিয়ার কুয়ালালামপুরে যখন বড় সভা হবে তখন সেখানে এক হাজার তরুণ অংশ নেবেন। সেখানে তারা তাদের অবস্থান তুলে ধরবেন।’

 

 

/আরএআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি