X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আবুল খায়ের লিটুকে আবারও জিজ্ঞাসাবাদ করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৭, ২০:২৯আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ২০:৪২

আবুল খায়ের লিটু

দুর্নীতির অভিযোগে বেঙ্গল গ্রুপের মালিক আবুল খায়ের লিটুকে আবারও জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থ আত্মসাৎ, ট্যাক্স ফাঁকি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, বিদেশে অর্থপাচারসহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগে গত বুধবার (১ নভেম্বর) প্রথম দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়া হয়েছে তার কাছে।

তবে আবুল খায়ের লিটু বলেছেন, ‘দুর্নীতির কোনও অভিযোগ নিয়ে দুদক কর্মকর্তারা আমার সঙ্গে কথা বলেননি। তারা অন্য বিষয় নিয়ে কথা বলেছেন।’

বুধবার আবুল খায়ের লিটুকে তার গুলশান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মোশারফ হোসেইন। আর অভিযোগ অনুসন্ধানের তদারক কর্মকর্তার দায়িত্বে রয়েছেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

দুদক কর্মকর্তারা জানান, দুদকে গত সেপ্টেম্বরে আবুল খায়ের লিটুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আসে। ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থপাচার এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে দেশে ও দেশের বাইরে বাড়িসহ সম্পত্তি কেনার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ অনুসন্ধান করতে গতকাল (১ নভেম্বর) তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। তিনি বলেন, ‘অভিযোগগুলোর বিষয়ে আমরা উনাকে জিজ্ঞাসাবাদ করেছি। কিছু পেপারস চাওয়া হয়েছে।’

দুর্নীতির অভিযোগ ও দুদকের জিজ্ঞাসাবাদ বিষয়ে আবুল খায়ের লিটু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুদক কর্মকর্তারা আমার এখানে এসেছিলেন। কোনও দুর্নীতির অভিযোগ নিয়ে দুদক কর্মকর্তারা আমার সঙ্গে কথা বলেননি। তারা অন্য বিষয় নিয়ে কথা বলেছেন।’

অন্য কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোথায় কী পরিমাণ সম্পদ রয়েছে তা জানতে চেয়েছেন তারা।’

অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়ার পাশাপাশি বিষয়টি অনুসন্ধানের স্বার্থে আবারও আবুল খায়ের লিটুকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদকের এক কর্মকর্তা। তিনি বলেন, অভিযোগ অনুসন্ধান প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রথমদিন জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে। অনুসন্ধানের স্বার্থে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তবে তাকে দুর্নীতির অভিযোগে আবার কবে জিজ্ঞাসাবাদ করা হবে তা সুনির্দিষ্টভাবে জানাননি দুদক কর্মকর্তারা।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ