X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বিষপানে’ খিলগাঁওয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ২০:২১আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২০:২৫

ঢাকা রাজধানীর খিলগাঁওয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মো. সালমান হোসেন (১৩)। মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।  ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে সে বিষপান করেছিল।

সালমানের বাবা মো. সবুজ মিয়া জানান, সালমান তার মা সুরাইয়া বেগমের সঙ্গে মঙ্গলবার দুপুরে তাদের বংশালের ২২, আব্দুল হাদী লেনের ব্যাগের কারখানায় আসে। সেখানে দুপুরে খাওয়া-দাওয়া শেষে সালমান তার খিলগাঁও তিলপাড়া নুরানী মাদ্রাসায় চলে যায়। আর তার মা অন্য সন্তানদের নিয়ে নরসিংদীর বেলাবো উপজেলার দুলাল কান্দী গ্রামের বাড়ি চলে যান।

সবুজ মিয়া জানান, মাদ্রাসায় পৌঁছানোর কথা সালমান আমাকে জানিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর মাদ্রাসার শিক্ষক কবির হেসেন ফোন করে জানান, সালমান বমি করছে। বমি বন্ধ হচ্ছে না। তখন তাকে হাসপাতালে নিয়ে যেতে বলি। এরপর মাদ্রাসার আরেক শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনসহ দুই শিক্ষক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। আর আমি সরাসরি চলে আসি। এখানকার কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘সে লেখাপড়ায় অমনোযোগী ছিল। তাই তাকে বকেছি। শাসনও করেছিলাম। হয়তো সে কারণে বিষপান করেছিল।’ 

চার ভাইয়ের মধ্যে সালমান ছিল দ্বিতীয়।

মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘সে যখন বমি করছিল, তার মুখে দুর্গন্ধ ছিল।  আমার ধারণা, সে বিষ জাতীয় কিছু খেয়েছিল।’ 

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?