X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নাগরিক সমাবেশ: যানজট ঠেকাতে সতর্ক থাকবে ট্রাফিক পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৮:৩২আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:৩২

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগামীকাল ১৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে নাগরিক সমাবেশ। শাহবাগ সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কারণে যাতে কোনও যানজট সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে ট্রাফিক পুলিশ। শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

নাগরিক কমিটির সমাবেশের পোস্টার ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের কর্মকর্তারা জানান, সমাবেশকে কেন্দ্র করে শাহাবাগ ও আশপাশের রাস্তায় পূর্বনির্ধারিত কোনও ডাইভারশন না থাকলেও প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জনসমাবেশে আসা নেতাকর্মীদের অবস্থান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে ট্রাফিক পুলিশ।

ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের শাহাবাগ জোনের সহকারী কমিশনার উকিং মে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোহরাওয়ার্দীতে সমাবেশ হলেও যান চলাচল স্বাভাবিক থাকবে। আশা করছি কোনও যানজট হবে না। নেতাকর্মীরা যাতে শাহবাগে অবস্থান করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকা হবে। চেষ্টা থাকবে জনসমাবেশ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক রাখা যায়।’

এছাড়া প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসা-যাওয়ার সময় যান চলাচল কিছুটা সময় নিয়ন্ত্রণ করা হবে বলে জানান উকিং মে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আসা-যাওয়া নির্বিঘ্ন করতে বাংলামোটর এলাকা থেকে গাড়িগুলো ঘুরিয়ে মগবাজার হয়ে চলাচল করতে বলা হবে। আর এলিফ্যান্ট রোড দিয়ে আসা গাড়িগুলো শাহবাগ হয়ে না এসে চলাচল করবে হাতিরপুল-বাংলামোটর ও মগবাজার হয়ে।’

একইভাব প্রেসক্লাব এলাকা থেকে আসা গাড়িগুলো মৎস্যভবন মোড় ঘুরে মগবাজার-বাংলামোটর-কাওরান বাজার হয়ে যাবে। এই নিয়ন্ত্রণ শুধুমাত্র প্রধানমন্ত্রী আসা-যাওয়ার সময় থাকবে। বাকি সময় যান চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

অন্যান্য দিনের তুলনায় শনিবার যান চলাচল কম থাকে। সে কারণে তেমন কোনও যানজট সৃষ্টির সম্ভাবনা নেই। তারপরও অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাফিক দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রিফাত রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহবাগ মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। তাই এই সড়কে যান চলাচল বন্ধ করা হবে না। শনিবার এমনিতেও যান চলাচল কম থাকে। ফলে সমাবেশের কারণে যানজট সৃষ্টির সম্ভাবনা নেই।’

এদিকে সমাবেশের কারণে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য শনিবারে সমাবেশ ডাকা হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেছেন, ‘আমরা সমাবেশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছি না। যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আমরা শনিবার দেখে সমাবেশ দিয়েছি।’

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ