X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ঢাকার মঞ্চে উন্মোচন হলো ‘গ্রান্টা’ ম্যাগাজিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ২০:৫৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২১:০১

গ্রান্টা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ঢাকায় লিট ফেস্টের মঞ্চে উন্মোচন হলো বিখ্যাত ব্রিটিশ ম্যাগাজিন ‘গ্রান্টা’র মোড়ক। লিট ফেস্টের তৃতীয় ও শেষ দিন শনিবার (১৮ নভেম্বর) বিকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন হয়। লিট ফেস্টের অন্যতম পরিচালক আহসান আকবারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক করন মহাজন, এলিনর স্যান্ডলার ও গ্রান্টা ম্যাগাজিনের অনলাইন এডিটর লুক নেইমা।

অনুষ্ঠানে এলিনর স্যান্ডলার বলেন, ‘গ্রান্টার এই সংখ্যায় ২১ জন লেখকের লেখা স্থান পেয়েছে। এর মধ্যে তিন লেখক রয়েছেন, যাদের লেখা যুক্তরাষ্ট্রের বাইরে এর আগে কখনও প্রকাশিত হয়নি। এছাড়া, এই সংখ্যায় নারী লেখকরা প্রাধান্য পেয়েছেন।’

লুক নেইমা বলেন, আমরা যখন শুরু করি, ‘তখন সব মার্কিন প্রকাশকদের কাছেই গিয়েছি। তাদের কাছ থেকে আমরা সেরা লেখাগুলো চাই। সেগুলো নিয়েই বের করি গ্রান্টা।’

করন মহাজন নিজের সম্পর্কে বলেন, ‘আমি আমেরিকায় থাকি। কিন্তু আমার পরিচয় আমি দিল্লির ছেলে। আমার বেশিরভাগ লেখাতেও দিল্লির চিত্রই ফুটে উঠেছে।’

অনুষ্ঠানে জানানো হয়, নোবেলজয়ী সাহিত্যিক থেকে শুরু করে নব্য ঔপন্যাসিক, আন্তর্জাতিক সাহিত্যের অনুবাদ থেকে অনুসন্ধানী সাংবাদিকতা- প্রতিটি বিষয়কে ভিত্তি করে ‘গ্রান্টা’র একেকটি সংখ্যা  বিশ্বের সেরা লেখকদের দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে। গ্রান্টার কোনও রাজনৈতিক কিংবা সাহিত্যিক ইশতেহার নেই। কিন্তু তার গল্প বলার ক্ষমতা, প্রয়োজনীয়তা ও ভঙ্গি বস্তনিষ্ঠতাকে দিয়েছে এক নতুন মাত্রা।

গ্রান্টা ম্যাগাজিন ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করেছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এতে এ এ মিলেন, মাইকেল ফ্রেন, স্টিভ স্মিথ, টেড হাঘস, সিল্ভিয়া প্লথের মতো লেখকদের কাজ ছাপা হয়েছিল। শুধু যুক্তরাজ্যই নয়, গ্রান্টার সেরা সব তারুণ্য সংখ্যা প্রকাশ পেয়েছে আমেরিকা, ব্রাজিল ও স্পেনেও। এবারে গ্রান্টার সঙ্গে যুক্ত হলো ঢাকার নামও।

 

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
৩০ দিনের মধ্যে ‘অনলাইন জুয়া’ বন্ধের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট
৩০ দিনের মধ্যে ‘অনলাইন জুয়া’ বন্ধের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট
মাদকসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
মাদকসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই মোদির সঙ্গে এয়ার চিফ মার্শালের বৈঠক
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই মোদির সঙ্গে এয়ার চিফ মার্শালের বৈঠক
এটি কোনও গোপন ছবি নয়: প্রেস উইং ফ্যাক্টস
এটি কোনও গোপন ছবি নয়: প্রেস উইং ফ্যাক্টস
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন