X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মিরপুরে নারী সাংবাদিককে উত্ত্যক্তের অভিযোগে আটক ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ০২:১২আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ০২:২২

মিরপুর থানায় আটক তিন বখাটে এক নারী সাংবাদিককে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে তিন জনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মা ও এক বন্ধুর সামনেই ওই সাংবাদিককে বখাটেরা অশ্লীল মন্তব্যের পর টানাহেঁচড়া ও আঘাত করে। এ ঘটনায় একটি মামলা করেছেন তিনি। বুধবার রাত ৮টার দিকে মিরপুর-১০ এর বিক্রমপুর হোটেল ও রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

ওই সাংবাদিক একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত। রাতে মা ও এক বন্ধুকে নিয়ে কেনাকাটা শেষে ফুটপাত দিয়ে বাসায় ফিরছিলেন তিনি। ওই সময় চার বখাটে তার কাছে এসে অশ্লীল মন্তব্য করে। তিনি এর প্রতিবাদ করলে তারা তার ওপর চড়াও হয়। তার মা ও বন্ধুকেও হেনস্তা করা হয়। এক পর্যায়ে তারা তাকে টেনে পাশের বিক্রমপুর হোটেলের পেছন দিকে নিয়ে যায়। এ সময় তাকে আঘাতও করে তারা। পরে তার চিৎকারে একজন পথচারী এগিয়ে এলে বখাটেদের কাছ থেকে সরে যেতে সক্ষম হন তিনি।

খবর পেয়ে পুলিশ এসে উত্ত্যক্তকারী নজরুল, ফারুক ও রিপনকে আটক করে। তবে ঘটনার মূলহোতা মামুন পালিয়ে যায়। আটকরা হকার বলে জানিয়েছে পুলিশ।

ওই সাংবাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা থানায় গিয়ে অভিযোগ করেছি। এর ভিত্তিতে  মামলা নেওয়া হয়েছে।’ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে জানান তিনি।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. সেলিম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছি। বাকিদেরও গ্রেফতার চেষ্টা চলছে।’

 

 

/আরজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে