X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মুক্তামনির হাতে ফের ব্যান্ডেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩

 



হাসপাতালে চিকিৎসাধীন মুক্তামনি

রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনির হাতে ফের ব্যান্ডেজ করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ডিউটি ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করেন।

মুক্তামনির বাবা ইবরাহীম হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘মুক্তামনির অবস্থা আগের মতোই। তার হাতে ব্যথা আছে। ডাক্তাররা বলেছে, যেহেতু ওর হাতে প্রেসার ব্যান্ডেজ করা হয়েছে, তাই প্রথম প্রথম অস্বস্তি তো লাগবেই। পরে এটা কমে আসবে।’ 

ইবরাহীম হোসেন বলেন,‘ডিউটি ডাক্তার বলেছে, মুক্তামনিকে ব্যান্ডেজ দেওয়ার পর আরও দু’দিন দেখবে ডাক্তাররা। এরপর তাকে বাড়ি যাবার জন্য রিলিজ দিতে পারে।’

মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান মুক্তামনির বাবা ইবরাহীম হোসেন। তিনি বলেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মেয়েকে ভালো করে দেয়।’

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা.সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামনির হাতে ড্রেসিং করে আমরা প্রেসার ব্যান্ডেজ করে দিয়েছি। তার অবস্থা কয়েকদিন দেখতে হবে। এরপর পরবর্তী অবস্থা বলা যাবে।’

উল্লেখ্য, এবছরের ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয় রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামনি। প্রথমে তার রোগটিকে বিরল রোগ হিসেবে উল্লেখ করা হয়। পরে বায়োপসি করে জানা যায়, তার রক্তনালীতে টিউমার হয়েছে। তখন তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে যোগাযোগ করেন বার্ন ইউনিটের চিকিৎসকরা। মুক্তামনির সব রিপোর্ট দেখে তারা চিকিৎসা করতে অস্বীকৃতি জানান। পরে ঢামেকের চিকিৎসকরাই তার অপারেশনের সিদ্ধান্ত নেন। এদিকে, মুক্তামনির চিকিৎসার সব ধরনের খরচের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তামনির হাতে ১০ অক্টোবর প্রথম অস্ত্রোপচার হয়। তার হাতের ফোলা অংশ অস্ত্রোপচার করে ফেলে দেন চিকিৎসকরা। পরে দুই পায়ের চামড়া নিয়ে দু’দফায় তার হাতে লাগানো হয়।

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালামের নেতৃত্বে বিশেষজ্ঞ একদল চিকিৎসক মুক্তামনির স্কিন গ্রাফটিং (চামড়া লাগানো) অপারেশনে অংশ নেন।

 

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা