X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জামা ইস্ত্রি করতে পারিনি, পয়সা ছিল না: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ২২:৫৭আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৯:১৯

 

রাজধানীর শেওড়াপাড়ায় গণসংযোগের সময় বক্তব্য রাখছেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বিজিএমইএ-র সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলামের বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। তারা পাঁচ ভাই ও ছয় বোন। তিনি সবার ছোট। এই ১১ ভাইবোনের সংসার সামলাতে তার মাকে হিমশিম খেতে হতো। পরিবারের আনন্দ-বেদনার কথা উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘আমি দেখেছি, মা আমার কাপড় ভাঁজ করে বালিশের তলায় রাখতেন। ইস্ত্রি করতে পারিনি, পয়সা ছিল না। এভাবেই মা আমাদের মানুষ করেছেন।’

সোমবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে গণসংযোগের সময় পরিবারের কথা উল্লেখ করে তিনি এ  মন্তব্য করেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি একা কোনও কাজ করতে পারবো না। তবে আমরা সবাই মিলে পারবো। ঢাকার চাকাতো অচল হয়ে গেছে, এটাকে সচল করতে হবে। আমরাই পারবো জলাবদ্ধতা দূর করতে।’

তিনি আরও  বলেন, ‘ঢাকার সব পার্ক দুর্বৃত্তদের দখলে চলে গেছে। এর সঙ্গে বড় সিন্ডিকেট কাজ করছে। আমরাই পারবো তাদের হাত থেকে ঢাকার পার্কগুলোকে উদ্ধার করতে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি পার্কে যেতে না পারে, মুক্ত বাতাস খেতে না পারে, তাহলে তাদের কিন্তু মনের বিকাশ ঘটবে না। সুতরাং আমাদের কিছু করে যেতে হবে।’ 

আতিকুল ইসলামের গণসংযোগ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অভিনেত্রী শমী কায়সার নিজের পরিবারের কথা উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘আমার বাবা একজন এসপি ছিলেন। আমার জন্মের তিন মাস পর বাবা অবসরে যান। আমি পরিবারের ছোট ছেলে। আমার ভাই বিচারপতি তোফাজ্জল ইসলাম। তিনি প্রধান বিচারপতি ছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের সময় প্রত্যেকে বিব্রতবোধ করেছেন। কেউ কোনও রায় দেননি। যাকেই রায় দিতে বলা হয়, সেই বিব্রত বোধ করেন। আমার ভাই তখন আপিল বিভাগে ছিলেন। তার কাছে যখন ফাইলটা আসলো তখন তিনি মায়ের কাছে গেলেন। বললেন মা, ‘আমার কাছে তো ফাইলটা এসেছে।’ তখন মা বললেন, ‘আমি মনে করি, এই দেশে ন্যায় বিচার হওয়া দরকার।’ আমার মা তখন মৃত্যু শয্যায়। মা বলেছেন, ‘বাবা, যেটা সঠিক সেটাই করো। সবাই যদি বিব্রতবোধ করে, জাতির পিতার হত্যার কোনও দিন বিচার হবে না।’ আমাকে কিন্তু সবাই চেনে। সেদিন আমার কাছে সাতটি ফোন এসেছিল, যাতে আমি আমার ভাইকে বিব্রতবোধ করতে বলি। সেদিন আমি বলেছিলাম, যেটা ন্যায় ও সঠিক সেটিই হবে। আমার ভাই রায় দিলেন- মৃত্যুদণ্ড হবে সবার। এই হচ্ছে আমাদের পরিবার। সুতরাং আমরা গর্ববোধ করতে পারি।’

আতিকুল ইসলাম আরও  বলেন, ‘‘আমার আরেক ভাই লেফটেন্যান্ট জেনারেল মো. মঈনুল ইসলাম। বিডিআর হত্যাকাণ্ডের পরে প্রধানমন্ত্রী তাকে ডেকে বলেন, ‘তুমি বিডিআর-কে রিফর্ম করো।’ আমার ভাই পিলখানার ভেতরে ঢুকে প্রত্যেক মৃত অফিসারের রক্ত মুছে মুছে বিডিআরকে রিফর্ম করেছেন। আর আমি বিজিএমইএ-র দায়িত্ব পালন করেছি। রানা প্লাজার পরে আমি চেষ্টা করেছি পোশাক খাতকে ঘুড়ে দাঁড়ানোর জন্য। জান-প্রাণ দিয়ে বলেছি, শ্রমিকের যেন কোনও অসুবিধা না হয়। আমি তখন বলেছিলাম, রানা প্লাজায় যেসব শ্রমিক মারা গেছে বরং ওদের থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন গার্মেন্ট ফ্যাক্টরি গড়ে তুলবো। এখন দেখছেন বাংলাদেশের প্রায় সব কটি ফ্যাক্টরি অনেক উন্নত।’

তিনি আরও বলেন, ‘আনিসুল হক আমাদের কলিগ ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি চাই, তিনি যে কাজগুলো যেখানে যে অবস্থায় রেখে গেছেন, সেই অসমাপ্ত কাজগুলো শেষ করতে। আওয়ামী লীগ থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি কথা দিচ্ছি- এই কাজগুলো আমি করবো। আমার নেওয়ার কিছু নেই। আমি দিতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমাদের একটাই স্লোগান হবে, আমরা অচল ঢাকাকে সচল করতে চাই। কিভাবে আমরা ঢাকায় নিরাপদে চলতে পারি, এটাই হবে আমাদের সবচেয়ে বড় কাজ।’

গণসংযোগের সময় আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন-অভিনেত্রী শমী কায়সার, সুইটি ও অভিনেতা আজিজুল হাকিম। এছাড়া, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু