X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতে নার্সিংয়ে পিএইচডি ডিগ্রি চালু করা হবে: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ২১:৫৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২২:১৫

বিএসসি নার্সিং চতুর্থ ব্যাচের র‌্যাগ ডে’র অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্যসহ অন্যরা (ছবি: বিএসএমএমইউয়ের সৌজন্যে) নার্সিং বিষয়ে ভবিষ্যতে পিএইচডি ডিগ্রিও চালু করা হবে বলে আশাবা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, ‘নার্সিং একটি সম্মানিত ও মহৎ পেশা। দেশে নার্সিং শিক্ষা অনেক দূর এগিয়ে গেছে। এরই মধ্যে এ বিষয়ে এমএসসি ডিগ্রি চালু করা হয়েছে। ভবিষ্যতে পিএইচডি ডিগ্রিও চালু করা হবে।’
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিএসসি নার্সিং চতুর্থ ব্যাচের র‌্যাগ ডে উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কামরুল হাসান এসব কথা বলেন। রাজধানীর পরীবাগে অবস্থিত বিএসএমএমইউ নার্সিং স্টুডেন্টস হোস্টেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘নিজেকে ভালোবাসো, সম্মান করো এবং স্বপ্ন বাস্তবায়নে রোগীদের উন্নত সেবা দাও। এর মাধ্যমে আমাদের দেশেও বিশ্বসেরা নার্স তৈরি করতে হবে।’ তিনি বলেন, ‘লক্ষ্যহীন জীবন নয়, পরিকল্পিত আদর্শ জীবন গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তবেই লক্ষ্য পূরণ হবে।’
অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘লক্ষ্য পূরণে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন র‌্যাগ ডে। রোগীদেরকে মা-বাবার মতো সেবা দেওয়ার মাধ্যমে সত্যিকারের নার্স হতে হবে।’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট নার্সিং বিভাগ থেকে উত্তীর্ণ নার্সরা যেন এ বিশ্ববিদ্যালয়েই চাকরি করতে পারেন, সেটা কর্তৃপক্ষ বিবেচনা করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্র্যাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মেবেল ডি রোজারিও। স্বাগত বক্তব্য রাখেন বিএসসি নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ও চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম।
আরও পড়ুন-
ওদের জন্য আর কোনও অ্যান্টিবায়োটিক নেই!

/টিওয়াই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে