X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

টুকটুকি-হালুমে মেতেছিল শিশুরা

ঢাবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৩

বইমেলায় শিশুরা

গত বছর একুশে বইমেলার শিশু প্রহর-এর গল্প শুনেছিল শ্বেতা দাস (৮)। তবে সে বার আর বইমেলায় আসা হয়নি তার। এবার আর সেটা হয়নি। বাবার সঙ্গে এসেছে বইমেলায়। কেমন লাগছে, জানতে চাইলে শ্বেতা দাস বলে, ‘অনেক ভালো লাগছে। টুকটুকি-হালুম-ইকরির সঙ্গে খেলা করতে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। রূপকথার বই আমার পছন্দ। রূপকথার বইও কিনেছি।’

কেবল শ্বেতা দাস নয়; তার মতো শত শত শিশুর ভিড়ে আজও মুখরিত ছিল বইমেলার শিশু প্রহর। এসময় সবচেয়ে বড় ভিড়টা ছিল শিশু চত্বরে। এখানে হালুম, টুকটুকি, সিকু, ইকরির লাইভ পারফরম্যান্স দেখতে জড়ো হয়েছিলো বইমেলায় আসা শিশুরা, সঙ্গে ছিলেন অভিভাবকরাও।

৬ বছরের অনিন্দ্য চৌধুরী শিশু মঞ্চে ওঠে নাচানাচি করছে৷ জানতে চাইলে সে বলল, ‘আমার কাছে খুব ভালো লাগছে।’ এরপর সে তার মাকে উদ্দেশ করে বলে, ‘আম্মু তুমি এখানে (শিশু মঞ্চ) দাঁড়িয়ে থাকো, আমি নেচে আসি।’

চন্দ্র শেখর নামে এক অভিভাবক বলেন, ‘আজকের শিশুরা বাসায় থেকে ইলেক্ট্রনিক্স খেলনানির্ভর হয়ে যাচ্ছে৷ এতে বইয়ের সঙ্গে তাদের পরিচয় হচ্ছে না৷ এখানে এসে তারা বইয়ের সঙ্গে পরিচিত হতে পারবে এবং ধীরে ধীরে বই পড়ার অভ্যাস গড়ে ওঠবে৷ সেজন্য আমি আমার শিশুকে এখানে নিয়ে এসেছি।’

চন্দ্র শেখরের সঙ্গে কথা হচ্ছিল শিশু মঞ্চের পাশে, যেখানে তখন চলছিল টুকটুকি-হালুম-ইকরি-সিকুর লাইভ পারফরম্যান্স। প্রতি বছর বইমেলার শিশু মঞ্চে এ আয়োজন করে থাকে সিসিমপুর। এবারও ব্যত্যয় হয়নি।

চলছে টুকটুকি, হালুম, ইকরি ও সিকুর পারফরম্যান্স

শনিবার লাইভ পারফরম্যান্সের শুরুতে মঞ্চে আসে টুকটুকি। এসেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলে, `আমার নাম টুকটুকি। বই পড়তে ভালোবাসি। আমার মাথায় বড় চুল, তাই আমি বেনী করি।` এরপর অনেকক্ষণ চলল টুকটুকির সঙ্গে শিশুদের হাত মেলানো।

এরপর মঞ্চে ডাকা হয় মাছ খাওয়া হালুমকে। সেও এসে বলে `মাছ ভাজা, খেতে কি মজা। তাইতো আমি বেশি বেশি মাছ খাই।` পাশাপাশি টুকটুকির সঙ্গে নাচানচি। একইসঙ্গে পাশের শিশুদের সঙ্গে চললো হাত মেলানোও।

এরপর মঞ্চে আসলো প্রশ্ন করতে ভালোবাসা ইকরি। সেও এসে বললো, `আমি ইকরি, প্রশ্ন করতে ভালোবাসি। কারণ প্রশ্ন করলে সবকিছু জানা যায়।`

এদিকে, বইমেলাতে শনিবার ছয়টি শিশুতোষ বই এসেছে। বইগুলো হলো– দিচ্ছি পাড়ি মামার বাড়ি, ইকরিদের নতুন খেলা, আগুন ও হালুমের পাসেস, খোকামিয়া ও গাছপাকা আম, সিসিমপুরের লুকোচুরি খেলা। প্রকাশকরা জানালেন, মেলায় আসা শিশুতোষ বই ভালোই বিক্রি হচ্ছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ