রাজধানী মেরুল বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, ‘কী কারণে গুলির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। আমরা গুলির ঘটনায় একজনকে আটক করেছি। সে থানায় আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।