X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জঙ্গি মেজর জিয়ার বর্তমান অবস্থান জানা নেই: মনিরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৬

মেজর (বরখাস্ত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে খুঁজছে আইন-শৃঙ্খলা বাহিনী।

জঙ্গিবাদের সঙ্গে যুক্ত সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের বর্তমান অবস্থানের ব্যাপারে কোনও তথ্য জানা নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘জিয়া দেশে না বিদেশে আছে, এ মুহূর্তে বিষয়টি আমাদের জানা নেই। কয়েক মাস আগেও তার অবস্থান আমরা দেশের ভেতরে পেয়েছি। আমাদের ধারণা সে দেশে থাকলেও বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। যদি সে সক্রিয় থাকতো আমাদের বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে তার অবস্থান জানতে পারতাম।’

রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অভিজিৎ হত্যার তদন্ত নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘অভিজিৎ হত্যায় আমাদের হাতে তিনজন গ্রেফতার রয়েছে। এর আগে র‌্যাব সাতজনকে গ্রেফতার করেছিল। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে এখন পর্যন্ত তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আমরা যে তিনজনকে গ্রেফতার করেছি তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমাদের তদন্ত ও তাদের জবানবন্দির ভিত্তিতে আমরা জানতে পেরেছি অভিজিৎ হত্যার সময় ঘটনাস্থলে জিয়া উপস্থিত ছিল। দুটি ভাগে বিভক্ত হয়ে মোট ৯ জন এই হত্যাকাণ্ডে অংশ নেয়।’

তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জিয়াসহ ৫ জন এখনও পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তবে তাদের ধরতে না পারলেও আমরা খুব শিগগিরই চার্জশিট জমা দেবো।’

/এনএল/এসএনএইচ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে