X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বায়োপসির পর আব্বাসের পায়ে ব্যথা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৫

আব্বাস শেখ বিরল রোগে আক্রান্ত আব্বাস শেখের (১৩) বায়োপসি করার পর পায়ে ব্যথা বেড়েছে। তার রোগ নির্ণয়ে আরও উন্নত পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন প্লাস্টিক সার্জন, পালমনোলজিস্ট ও এন্ড্রোক্রাইনোলজিস্ট বিশেষজ্ঞরা।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) আব্বাসের চিকিৎসায় গঠিত সার্জিক্যাল টিমের সদস্য সহকারী রেজিস্ট্রার ডা. মো. ওবায়দুর রহমান এসব তথ্য জানান।



গত ২১ ফেব্রুয়ারি ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে মাদারীপুরের আব্বাসকে ভর্তি করা হয়েছে।
ডা. ওবায়দুর রহমান বলেন, ‘বাম ও ডান পায়ের ফোলা অংশের ক্ষতস্থান ও শরীরে ছড়িয়ে পড়া আঁচিল থেকে টিস্যু নিয়ে বায়োপসি করার পর আব্বাসের পায়ে ব্যথা বেড়েছে।’
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ও রবিবার সকালে চার দফা আব্বাসের শরীর পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সার্জন সহযোগী অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিসেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটালের (এনআইডিসিএইচ) পালমনোলজিস্ট সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস ওয়াহিদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রকিবুল ইসলাম অপু ও এন্ড্রোক্রাইনোলজিস্ট ডা. আতিকুল রহমান। তাদের কাছে আব্বাসের চিকিৎসার জন্য পরামর্শ চাওয়া হয়েছিল।

আব্বাসের শরীরে রক্তশূন্যতা, পুষ্টিহীনতা, হাইপোথাইরয়েড, হাইপো প্রোটিনেমিয়া, প্রস্রাবে ইনফেকশন, ফুসফুস ও পেটে পানি পাওয়া গেছে। প্রস্রাবের ইনফেকশন রোধ করার জন্য প্রস্রাবের কালচার ও সেনসিটিভিং টেস্ট করতে দেওয়া হয়েছে। ফুসফুস ও পেটের আরও পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে।

আব্বাসের ডান পা অস্বাভাবিকভাবে ফুলে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানের ত্বকে ঘটেছে অস্বাভাবিক পরিবর্তন, যা দেখতে আঁচিলের মতো।
ডা. ওবায়দুর রহমান বলেন, ‘যেসব রিপোর্ট এসেছে তাতে আব্বাসের শরীরের বিভিন্ন জায়গায় রক্ত সরাবরাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে ধারণা করছি। এটাকে লিম্বোসাইট বলে। এতে শরীরে রক্ত সরবরাহ না করার কারণে জায়গায় জায়গায় ফুলে যায়। তবে বায়োপসিসহ অন্য রিপোর্ট আসার পর আমরা মেডিক্যাল বোর্ড বসাবো। তারপর চূড়ান্ত কথা বলতে পারবো।’

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি