X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ১৫:০৭আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৫:৩৮

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ..

বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। রবিবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের আগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে লেকচার থিয়েটার ভবন, কলাভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, সামাজিক বিজ্ঞান অনুষদ হয়ে ফের কলাভবনের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।  

সমাবেশে সভাপতিত্ব করেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘হামলাকারীরা তৈরি হয়েছে এই রাষ্ট্রব্যবস্থার মাধ্যমেই। যারা বিজ্ঞানের কথা বলেন, যারা সমাজকে বিকশিত করার কথা বলেন, আজ তাদের ওপর বারবার হামলা হচ্ছে। শুধু জাফর ইকবাল নয়, সন্ত্রাসীদের হাতে জীবন হারিয়েছেন অভিজিৎ রায়। আজ যদি জাফর ইকবাল স্যার মারা যেতেন, তাহলে সরকার কী করতে পারতেন? এই সরকারের আমলে জঙ্গিবাদ উৎপন্ন হয়েছে। কোনও ঘটনা ঘটলে বিএনপির ওপর চাপিয়ে দিয়ে বেঁচে যাবেন, তা হবে না। যারা এই হামলার সঙ্গে জড়িত থেকে ইন্ধন দিয়েছে, তাদের অবিলম্বে খুঁজে বের করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘আজকে দেশে কোনও গণতান্ত্রিক শাসন নেই। সরকার একদিকে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, অন্যদিকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে। আমরা জাফর ইকবালের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

ছাত্র ইউনিয়ন সভাপতি জি এম জিলানী শুভ বলেন, ‘মাদ্রাসার শিক্ষাব্যবস্থা পরিবর্তন করতে হবে। কারণ, জঙ্গিরা মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে। জাফর ইকবালের ওপর যে হামলা করেছে, সে মাদ্রাসার ছাত্র।’

বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য জয়দেব ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক নাসির হোসেন প্রিন্সসহ অনেকে।

এদিকে জাফর ইকবালের ওপর হামলাকারীদের শাস্তি চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাসদ ছাত্রলীগ।

 

 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি