X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিসি ক্যামেরার ফুটেজে আটকে আছে তদন্ত

রাফসান জানি
২১ মার্চ ২০১৮, ২২:১৯আপডেট : ২২ মার্চ ২০১৮, ১০:১৮

যৌন হয়রানির শিকার এক নারীর স্ট্যাটাস

বেশের মিছিলে যৌন নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে কোনও অগ্রগতি নেই। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পর তা বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ হাতে পেলেও অপরাধীদের কাউকেই শনাক্ত করা যায়নি।

তদন্ত কর্মকর্তাদের দাবি, বেশ কয়েকটি অভিযোগের কথা শোনা গেলেও মাত্র একটি ঘটনায় ভুক্তভোগীকে পাওয়া গেছে। তার অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। 

যৌন হয়রানির শিকার এক নারীর স্ট্যাটাস

গত ৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে আসা মিছিল থেকে অন্তত ছয়টি স্পটে নারীদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীদের দেওয়া স্ট্যাটাস থেকে জানা গেছে। বাংলামোটরের ঘটনায় গত ৮ মার্চ রমনা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। ওই মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ।

ঘটনার প্রায় দুই সপ্তাহ পরেও মামলার অগ্রগতি না হওয়ার কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, সমাবেশে লাখো মানুষ এসেছিল। তাদের মধ্য থেকে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সেটা আইডেন্টিফাই করা কিছুটা মুশকিল। আমরা ফুটেজ দেখে কোন এলাকার মিছিলটি সেসময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল, সেটা খুঁজে বের করা চেষ্টা করছি। সেটা ধরেই তদন্ত চলছে।

যৌন হয়রানির শিকার এক নারীর স্ট্যাটাস

ফুটেজ দেখে যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের এডিসি রাজিব আল মাসুদ। তিনি বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেটা দেখে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

একই বক্তব্য মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি জামিল হাসানের। তিনি বলেন, ‘এখনও উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি। তদন্ত চলছে।’

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা