X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ১৬ হাজার করার দাবিতে পতাকা র‌্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১৩:৫২আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৪:০১

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত পতাকা র‌্যালি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটির এক র‌্যালি শেষে বক্তারা বলেন, জাহাজ ভাঙা শিল্প খাতের শ্রমিক ছাড়াও দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও মজুরি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনমানের কথা বিবেচনা করে দেশের প্রধান রফতানিকারক শিল্প তৈরি পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

শুক্রবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এই পতাকা র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন, হাইকোর্ট, তোপখানা রোড হয়ে ফেডারেশন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে এক সমাবেশে সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘সরকারি কর্মচারীদের বেতন স্কেল, দ্রব্যমূল্য-বাড়ি ভাড়াসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মাথাপিছু জাতীয় আয়, দারিদ্র্যসীমা, প্রতিবেশী দেশগুলোর শ্রমিকদের মজুরি ও দেশের অর্থনৈতিক গতিশীলতা এবং সর্বোপরি শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনমানের কথা বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করতে হবে।’

র‌্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা আমিরুল হক আমিন আরও বলেন, ‘মালিক ও সরকারের বিবেচনা করা উচিত— শ্রমিকদের জীবনমান, স্বাস্থ্য নিরাপত্তা ও সন্তুষ্টির সঙ্গে উৎপাদন ও পণ্যের মান সম্পর্কিত। অভুক্ত, অর্ধাহার বা অতৃপ্ত শ্রমিকদের দিয়ে অধিক উৎপাদন ও গুণগত উৎপাদন আশা করা যায় না।’

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ২০১৫ সালে মন্ত্রী-এমপিদের সম্মানি দেড়শ ভাগ বেড়েছে। এরই মধ্যে জাহাজ ভাঙা শিল্প খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার টাকা। সরকারি কর্মচারীদের বর্তমান সর্বনিম্ন বেতনও ১৭ হাজার টাকার বেশি। তাই দেশের প্রধান রফতানিকারক শিল্প গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কোনও অবস্থাতেই ১৬ হাজার টাকার কম নির্ধারণ করা যাবে না।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— বিসল-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, আইবিসি’র মহাসচিব তৌহিদুর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষণা বিভাগের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, ফারুক খান, সাফিয়া পারভীন, কবির উদ্দিন, মো. রফিক প্রমুখ।
আরও পড়ুন-
বিএনপি নেতাদের বক্তব্য বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ: হাছান মাহমুদ
বিএনপি ক্ষমতায় থাকলে ৭-৮ বছর আগে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতাম: মওদুদ

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি