X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজ বাথরুমে এসিডদগ্ধ জহুরা!

তাসকিনা ইয়াসমিন
২১ এপ্রিল ২০১৮, ০৮:০০আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৭:৫২

এসিডদগ্ধ জোহরা

অন্য কোথাও নয়, নিজের বাসার বাথরুমে থাকা অবস্থায় এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন রাজধানীর কদমতলীর গৃহবধূ জহুরা বেগম (২৬)। নিজের এমন পরিস্থিতি হবে বিশ্বাসই করতে পারছেন না তিনি। কে, কেন, কী কারণে, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো—সেই উত্তর খুঁজছেন জহুরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তিনি চিকিৎসাধীন।

গত বুধবার (১৮ এপ্রিল) রাতে কদমতলীর জুরাইন বৌ-বাজার এলাকায় ভাড়া বাসায় এসিড ছুড়ে দেওয়া হয় জোহুরার শরীরে। স্বামী মোহাম্মদ রিপন ও একমাত্র সন্তান রিদনকে নিয়ে ওই এলাকার আবদুল কাদের মিয়ার টিনশেড বাড়িতে ভাড়া থাকেন তিনি।

জোহুরা বলেন, ‘আমি রাত সাড়ে ৯টার দিকে বাথরুমে গেছিলাম। বাথরুমের পিছন থেকে কে যেন আমার গায়ে এগুলো ছুড়ে মেরেছে। কী মারছে তা আমি কইতে পারি না। সবাই তো জানছে এসিডই ছুড়ছে।’

তিনি বলেন, ‘আমরা এই বাসাটা হওয়ার পর থেকেই ভাড়া নিয়েছি। বীণা আপুরা (প্রতিবেশী) বাসা নেওয়ার আগে থেকে আমরা এই বাসায় থাকি। বীণা আপুকে জিজ্ঞেস করে দেখেন আমরা কী রকম? আমরা হ্যাগো লগে চলি। সবসময় হ্যাগো বাসায় যাই-আহি। হেরা জানে আমরা কী রকম। কারো সাথে কোনও ঝগড়াঝাঁটি নাই। বাথরুমের পিছনে মানুষ যায়-আসে। আমি কাকে সন্দেহ করবো, বলেন? ঘটনাটা ঘটেছে রাত সাড়ে ৯টার সময়। আমি কাউকে দেখিনি, কাউকে সন্দেহও করতে পারি না।’

তিনি বলেন, ‘আমি তো বের হয়েই চিৎকার পাড়ছি। আমার কী আর তখন পিছনে যাওয়ার সময় আছে? এখন কতদিন ভালো হতে সময় লাগবে, এটা নিয়ে চিকিৎসকেরা কিছুই বলেনি। তারা মলম লিখে দিয়েছে। আমি মলমগুলো দিচ্ছি। জ্বালাপোড়া দুদিন ধরে নাই। আশপাশের সবাই বলছে দিন যত যাবে তত জ্বালাপোড়া করবে।’

এ সময় হাসপাতালের আরেক বেড দেখিয়ে জহুরা বলেন, ‘ওই যে ওই বেডে একটা মাইয়া আছে, ওর মুখের কী অবস্থা দেখেন? ওই মহিলার মুখের এক সাইড পুড়ছে, হেও কইলো যত শুকাইবো তত কষ্ট হইবো!’

জহুরা বলেন, ‘এমনিতে দুদিন ধরে সাংবাদিক-দারোগা-পুলিশ আইতাছে। কাল রাত ১টা পর্যন্ত আমার আব্বারে থানায় নিয়া জেরা করসে। দেখি নাই কার নামে মামলা করবো? দেখলে না মামলা করতে পারতাম। এমন যদি দেখছি কারো লগে ঝগড়া করসে, কেউ মশকরা করে করেছে নাকি কেউ থুইসে। আমি তো দেখি নাই। কারণ ওখানে সবারই আড্ডা। একটা কিছু থুইতেও তো পারে!’

জহুরার শরীরের দুই অংশে এসিড লেগেছে। তিনি বলেন, ‘মাজায় আর হাতে, বাথরুমের ফাঁক দিয়ে ছুড়েছে। আমার শ্বশুর-শাশুড়ির বাড়ি বরিশাল। কখনও যাওয়া হয়নি। শ্বশুর এখন বরিশালে আছে, শাশুড়ি ছেলে নিয়ে ঢাকায় থাকে। আমি আব্বা-আম্মার লগেই থাহি। আমরা চার বোন।’

জহুরার দেখভাল করার জন্য হাসপাতালে আছেন তার বড় বোন। কিন্তু তিনি ঘুমিয়ে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জহুরা বলেন, ‘আমার বড় বোন খাটের নিচে শুয়ে আছে, সে এখন ঘুমাচ্ছে।’

তিনি বলেন, ‘আজকে (শুক্রবার) সকালে ইনজেকশন দেওয়া হয়নি। হেরা জিগায়ওনি। আমার স্বামী গেছে ভাত আনতে। ইনজেকশন আনা হয়নি, দেয়া হয়নি। সকালে ইনজেকশনটা দেয়া লাগতো। আজকা গোসল করতে চাইলাম। বললো, গোসল করা লাগতো না। নার্সেরা বলেছে, একদিন-দুদিন গোসল না করলে কিছু হবে না। আমার স্বামী বাড়িতে গেছে, ইনজেকশন নিয়ে আসলে দিবো।’

জহুরার স্বামী মো. রিপন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসার বাউন্ডারির ভিতরে রুমের বাইরে বাথরুম। আমার স্ত্রী বাথরুমে গেলে কে বা কারা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এসিড মেরে পালিয়ে যায়। এতে শরীরের কয়েক স্থান ঝলসে যায়।’

তিনি বলেন, ‘যখন এই ঘটনা ঘটে তখন বাসায় বিদ্যুৎ ছিল না। তবে আশপাশের কারো সঙ্গে আমাদের কোনও রকম শত্রুতা নেই।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ‘জহুরার শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।’

ডিএমপি কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জহুরার বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলা নম্বর ৪৬। তারা কাউকে সন্দেহ করছে না। আমরা বিষয়টি তদন্ত করছি।’

 

 

/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেনজীর ও তার পরিবারের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ
বেনজীর ও তার পরিবারের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ
রাইসির মৃত্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘দায়’!
রাইসির মৃত্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘দায়’!
বাংলাদেশের বক্সার উৎসবের দারুণ জয়
বাংলাদেশের বক্সার উৎসবের দারুণ জয়
ঘূর্ণিঝড় রিমাল: ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল
ঘূর্ণিঝড় রিমাল: ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী