X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শিশুটির মা শারমীন কিনা আমরা তদন্ত করে দেখছি : ঢামেক পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ২৩:৩৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২৩:৪৪

বেঁচে আছে ‘মৃত’ নবজাতকটি



ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘মৃত’ ঘোষণা করা শিশুটি দাফনের সময় নড়ে ওঠার ঘটনায় গণমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর এ বিষয়ে তদন্তের কথা জানিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। তবে তারা তদন্ত করতে চায় ওই শিশুটির মা শারমীন কি না সে বিষয়ে। এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানিয়েছেন, ‘শিশুটির মা এই শারমীন কিনা আমরা তা তদন্ত করে দেখছি।’

আজ সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘শারমীন ও তার স্বামীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে।’ এরপর তিনি আবারও দাবি করেন, ‘এই নারী মৃত সন্তান প্রসব করেছিল।’  
তিনি বলেন, হাসপাতালের উপ-পরিচালক বিদ্যুৎ কান্তি পালকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে রিপোর্ট দেবে।
কে এম নাসির উদ্দিন আরও জানান, ‘এই বিষয়টি আমরা বারোটার দিকে জানতে পেরেছি। আমাদের ডিপার্টমেন্টাল হেড প্রফেসর সালমার সঙ্গে আমার কথা হয়েছে। শারমীন নামে একজন রোগী আমাদের এখানে ভর্তি আছে। তিনি ২৭ সপ্তাহের প্রেগন্যান্সি নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন এবং  তিনি একলামসিয়া (গর্ভাবস্থায় খিঁচুনি)নিয়ে আমাদের এখানে ভর্তি হন।  রোগীর এখনও ব্লিডিং হচ্ছে। তার অবস্থা ভালো নয়। তার চিকিৎসা চলছে। তার আত্মীয়-স্বজন যারা ছিলেন তাদের কাছে মৃত শিশুটি হ্যান্ডওভার করা হয়েছে।’
এসময় সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিশুটি তো এখন জীবিত। এর উত্তরে পরিচালক বলেন, সেই ব্যাপারটিকে আপনাদের ইনকোয়ারি করে দেখতে হবে যে এই মহিলারই সেই বাচ্চা কী না। কারণ তার রিলেটিভদের সঙ্গে উনারা কথা বলেছেন কিন্তু এই ধরনের কোন কিছু তো তারা আমাদের জানাননি। তার ভাই বা কেউ বাচ্চাটি নিয়ে গেছে বলে আমাদের জানিয়েছে।’
তিনি বলেন, ‘এই শিশুটি এই মায়ের কিনা তা দেখা হবে। যদি এমন হয় যে শিশুটি এখান থেকে মৃত গেছে এরপর তাকে জীবিত পাওয়া গেছে যদি এমন হয়ে থাকে আমরা এটা নিয়ে তদন্ত করবো। জানার চেষ্টা করবো কী হয়েছে। কতখানি এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ততা আছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি বেবি ডেলিভারি হলে তার পরীক্ষা করা হয়। যেটা স্বাভাবিক নিয়মে পরীক্ষা সেটা তারা নিশ্চয় করেছে। এখন এই ক্ষেত্রে ঠিক কী ঘটেছে এবং এই শিশুটি সেই শিশুটি কিনা এই বিষয়গুলো আমাদের দেখার বিষয় আছে।’

প্রসূতি শারমীনের পারিবারিক একটা দ্বন্দ্ব আছে উল্লেখ করে ঢামেক পরিচালক বলেন, ‘তার স্বামী এবং তার আত্মীয়দের দ্বন্দ্ব আছে। এই শিশুকে তার স্বামী নিতে চায়নি। তার ভাইয়ের কাছে দেওয়া হয়েছে। এই বিষয়টি আমাকে ডিপার্টমেন্টাল হেড জানিয়েছে। এখন আমাদের এই বিষয়টি তদন্ত করে দেখতে হবে যে এটা ইনটেনশনাল কিছু না। যদি সফলভাবে নিশ্চিত হতে পারিনি এমন কোনও বিষয় যদি থেকে থাকে সে বিষয়টাও আমাদের দেখতে হবে। এখন শিশুটি যদি সত্যিকারের আমাদের এখানকার হয়ে থাকে আমরা চাইবো শিশুটি যাতে বেঁচে যায়। তার জন্য যা যা করণীয় যে হাসপাতালে আছে তারা নিশ্চয় করছে। সেক্ষেত্রে আন ইনটেনশনাল আমাদের এখানে যদি কোনোকিছু হয়ে থাকে,ব্যর্থতা বা কোনও কিছু সেটা আমরা তদন্ত করে দেখবো, কোন লেভেলে ঘটেছে তা আমরা দেখার চেষ্টা করবো।’
তিনি আরও বলেন, ‘শিশুটির ডিএনএ টেস্ট থেকে যা যা করা দরকার সবই করা হবে। যদি যারা (হাসপাতাল) শিশুটিকে দেখছে তাদের যদি অসমর্থতা থাকে তাহলে যদি আমাদের এখানে নিয়ে আসে তাকে আমরা চিকিৎসা দেবো।’
‘নিশ্চয় জীবিতকে মৃত বলার সুযোগ নেই। এটি প্রিম্যাচিউরড বেবি। ডায়াগনসিসের ক্ষেত্রে কিছু ঘটে থাকলে তা আমাদের দেখতে হবে। বাট অবভিয়াসলি ইট আনইনটেনশাল।’
এ প্রসঙ্গে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’র রেজিস্ট্রার ডা. মো. শামসুল হক বাসুনিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, এটা যেহেতু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা, তারাই বিষয়টি নিয়ে তদন্ত করবে। আমরা তাদের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠাবো। তাদের তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।

আরও পড়ুন:

‘ঢামেকের চিকিৎসক বলেছিলেন, শিশুটি মায়ের গর্ভেই মারা গেছে’

‘শিশুটির বাঁচার আশা খুব ক্ষীণ’

 

কবরস্থান থেকে ‘মৃত’ শিশু জীবিত ফেরত!

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা