X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষা বাতিল হবে না, প্রশ্নফাঁসের সুবিধাভোগী মাত্র ০.২৫ শতাংশ: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৮, ১৬:১৩আপডেট : ০৩ মে ২০১৮, ১৭:৩০

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হওয়া এসএসসি পরীক্ষার কোনোটিই বাতিল করার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার (৩ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে এ কথা জানান তিনি।

প্রতিবেদনের তথ্য ও সুপারিশ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল (সিকিউ) পরীক্ষার কোনও প্রশ্ন ফাঁস হয়নি। আর নৈর্ব্যত্তিক (এমসিকিউ) প্রশ্ন ফাঁস হয়েছে ১৭টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ের শুধু ‘খ’ সেটের। আর তা হয়েছে পরীক্ষার ২০ মিনিট সময় আগে। এতে ২০ লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ অর্থাৎ পাঁচ হাজার পরীক্ষার্থী সুবিধাভোগী। এরমধ্যে অনেকেই আটক ও বহিষ্কার হয়েছে এবং ব্যবস্থার আওতায় রয়েছে। তাই কোনও পরীক্ষা বাতিল করার প্রয়োজন নেই। এসএসসি পরীক্ষায় ১৭টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে শুধু নৈর্ব্যত্তিক (এমসিকিউ) অংশের ৩০ নম্বরের চারটি সেটের একটি (‘খ’ সেট) ফাঁস হয়েছে। কোনও সৃজনশীল (সিকিউ) অংশের ৭০ নম্বরের প্রশ্ন ফাঁস হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ক্লোজ গ্রুপে নগণ্য সংখ্যক ছাত্রছাত্রী ফাঁস করা প্রশ্ন পেয়েছে। বেশি সংখ্যক পরীক্ষার্থী ফাঁস করা প্রশ্ন পায়নি। পরীক্ষার্থীরা প্রশ্ন পেয়েছে ২০ মিনিট বা তার কাছাকাছি সময়। এ ধরনের ক্লোজ গ্রুপের সংখ্যাও অতি নগণ্য। একেকটি গ্রুপে ১০ থেকে ১০০ জনের মতো সদস্য রয়েছে। এ রকম ৪০ থেকে ৫০টি গ্রুপ প্রশ্ন শেয়ার করেছে। এর মাধ্যমে চার থেকে পাঁচ হাজার শিক্ষার্থী পরীক্ষার কিছু সময় আগে প্রশ্ন পেয়ে থাকতে পারে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীর কক্ষে প্রবেশ বাধ্যতামূলক করায় এত কম সময়ের মধ্যে ৩০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন খুঁজে বের করা সহজ নয়। এতে সামগ্রিক ফলে খুব বেশি প্রভাব পড়বে না।’

তিনি বলেন, ‘অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বেশিরভাগ প্রশ্নই ছিল ভুয়া বা সময় টেম্পারিং করা।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ’২০ লাখের বেশি পরীক্ষার্থী। এরমধ্যে মাত্র পাঁচ হাজার সুবিধাভোগী রয়েছে। তারা সুবিধা নিতেও পারেনি। তাই নতুন করে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই।’

/এসএমএ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি