X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার: বিকাল ৫টার মধ্যে প্রজ্ঞাপন না হলে সোমবার থেকে ধর্মঘট

ঢাবি প্রতিনিধি
১৩ মে ২০১৮, ১৪:৫৩আপডেট : ১৩ মে ২০১৮, ১৬:২১

কোটা সংস্কার: বিকাল ৫টার মধ্যে প্রজ্ঞাপন না হলে সোমবার থেকে ধর্মঘট

কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। রবিবার (১৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১৩ মে) বিকাল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল সোমবার থেকে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।  

প্রজ্ঞাপন জারির দাবিতে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে মধুর ক্যান্টিন, লেকচার থিয়েটার ভবন, সূর্যসেন হল, মুহসীন হল, নীলক্ষেত মোড় ঘুরে ভিসি চত্বর, ফুলার রোড, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে প্রথমে শাহবাগ এবং পরে ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর বলেছেন, ‘সরকার যখন ডেকেছে, আমরা সাড়া দিয়েছি। ৭ মে’র মধ্যে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল, কিন্তু এমনটা না হওয়ায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। বাংলার ছাত্রসমাজ তাদের অধিকার আদায়ে আর ছাড় দেবে না। যদি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে কঠোর আন্দোলনে যাবো ।’

মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘বাংলার ছাত্রসমাজকে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা হয়নি। আমাদের সঙ্গে নাটক করা হচ্ছে। বাংলার ছাত্রসমাজ নাটক মেনে নেবে না। দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারি করা না হলে ছাত্রসমাজ আবারও রাস্তায় নামবে।’

এ সময় সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘আমাদের আন্দোলনকারীদের ওপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা যারা এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, তাদের বাড়িতে হামলা করা হচ্ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আমাদের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার ওপরও হামলা হয়েছে। আমরা সরকারের কাছে নিরাপত্তা দাবি করছি এবং একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছি।’   

 

 

 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
সবসময় সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না: রাজ্জাক
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
উপজেলা নির্বাচনে ভোট দিলেন সাকিব
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ