X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনে ভূমি প্রশাসনের ভূমিকা শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুন ২০১৮, ০৯:১০আপডেট : ০৭ জুন ২০১৮, ১৭:২৯

এসডিজি অর্জনে ভূমি প্রশাসনের ভূমিকা শীর্ষক গোল টেবিল আলোচনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমি প্রশাসনের ভূমিকা শীর্ষক এক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জুন) সকাল ১০টায় ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) সন্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

গোলটেবিল আলোচনায় মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এসডিজি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত একজন করে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল বলেন, ‘সহযোগী মন্ত্রণালয় হিসেবে ভূমি মন্ত্রণালয় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসডিজি অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। এসডিজি আর্জনে লীড মিনিস্ট্রিগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে এবং এটুআই প্রকল্পের সহযোগিতায় ডাটাবেজ করার কার্যক্রম চলমান রয়েছে।’ তিনি লীজ ও অধিগ্রহণকৃত জমির ঠিক ব্যবহার নিশ্চিতকরণের আহ্বান জানান।

গোল টেবিল আলোচনার সঞ্চালক ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান।

ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, ‘এসডিজি অর্জনে লীড মিনিস্ট্রিসমূহ ও ভূমি মন্ত্রণালয়ের কি কি করতে হবে, তা ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। এখন অ্যাসোসিয়েট মিনিস্ট্রি হিসেবে ভূমি মন্ত্রণালয়ের তথ্য কিংবা ডাটাসমূহ প্রয়োজনে লীড মিনিস্ট্রিগুলোকে পুশ বা শেয়ার করে দিতে হবে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী বলেন, ‘সমস্যাটা মূলত গভর্নন্সের।’ তিনি ইটভাটার মাধ্যমে কৃষি জমি ধ্বংসের বিষয়টি তুলে ধরেন। এক্ষেত্রে উপস্থিত অন্যান্য প্রতিনিধিরা কৃষি জমি সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন। গভর্নন্সে ইনোভেশন ইউনিটের পরিচালক ভূমির অপটিমাম ইউটিলাইজেশন নিশ্চিত করতে উপজেলা ও পৌর এলাকার বাজার সমূহে বহুতল ভবন তৈরি করা হলে কর্মসংস্থান বাড়বে এবং মাইগ্রেশন কম হবে বলে অভিমত ব্যক্ত করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. সরকার আলী আক্কাস বলেন, ‘টার্গেটগুলো নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন ইমপ্লিমেন্ট এজেন্সিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘ভার্টিক্যাল এক্সটেনশন, বিভিন্ন কারণে যে সকল বৃক্ষ নিধন হচ্ছে তার হিসাব রাখা, বনায়ন নীতিমালা আরও সুনির্দিষ্টকরণ এবং ভূমির সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই। তিনি বলেন, ‘প্রস্তাবিত সুপারিশগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড