X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

বাসচাপায় দুই সহপাঠী নিহতের প্রতিবাদে সড়কে শিক্ষার্থীরা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১১:২৪আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১১:৩০

সহপাঠী নিহতের ঘটনায় রাস্তায় নেমে শিক্ষার্থীদের প্রতিবাদ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে ডাকা শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেয়নি পুলিশ। এরপর পুলিশের বাধা উপেক্ষা করে তারা ইসিবি চত্বর থেকে মিছিল নিয়ে রাস্তায় নামে।

সোমবার (৩০ জুলাই) সকালে শিক্ষার্থীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে দাঁড়াতে চাইলে পুলিশ তাদের শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ক্যাম্পাসের দিকে যেতে বলে। ইসিবি চত্বরের দিকে দাঁড়াতে চাইলে সেখানেও তাদের দাঁড়াতে দেওয়া হয়নি।

সড়কে শিক্ষার্থীদের অবস্থান সুহান মুয়াজ নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাসের সামনে, ইসিবি চত্বর ও কুর্মিটোলা হাসপাতালের সামনে অসংখ্য পুলিশ। তাদের সঙ্গে জলকামানও আছে।  আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছি, তাও তারা করতে দিচ্ছে না। কাউকে সড়কে দাঁড়াতে দিচ্ছে না। স্টুডেন্ট দেখলেই থানায় নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে।’

বিমানবন্দর সড়কে শিক্ষার্তীদের অবস্থান উল্লেখ্য, রবিবার (২৯ জুলাই)  রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‌্যাডিসন হোটেলের উল্টো দিকে) বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দিয়া আক্তার মিম ও আব্দুল করিম। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

নিহত দিয়া  খানম মীম ও আব্দুল করিম সজীব এ সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে কলেজের শিক্ষার্থী। তারা জাবালে নূর পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং শতাধিকের বেশি বাস ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
গাজায় নিজেদের গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত
গাজায় নিজেদের গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত
‘সরকার রাস্তার জমি উদ্ধার করতে পারে, নদী কেন পারে না?’
‘সরকার রাস্তার জমি উদ্ধার করতে পারে, নদী কেন পারে না?’
মেশিনের আঘাতে গ্যাস লাইনে লিকেজ, ১৫ কারখানার উৎপাদন বন্ধ
মেশিনের আঘাতে গ্যাস লাইনে লিকেজ, ১৫ কারখানার উৎপাদন বন্ধ
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার