X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউতে শহিদুল আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১০:৫৫আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৩:২১

বিএসএমএমইউতে শহিদুল আলম প্রখ্যাত আলোকচিত্রী, দৃক ফটো গ্যালারির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. শহিদুল আলমের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য আদালতের নির্দেশে ডিবি কার্যালয় থেকে বিএসএমএমইউতে (বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়) নেওয়া হয়েছে।

বুধবার (৮ আগস্ট) দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান জানান, সকাল সাড়ে নয়টায় তারা জানতে পেরেছেন শহিদুল আলমকে বিএসএমএমইউতে আনা হয়েছে। হাসপাতালের পঞ্চম তলার ১২ নম্বর কেবিনে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রেজাউর রহমান বলেন, ‘আমরা তার সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ দেয়নি। তারা (পুলিশ) এ বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। আমরা শহিদুল আলমের সঙ্গে দেখা করতে পারছি না। তার ব্যাপারে পরিষ্কার করে কেউ কিছু বলছেও না।’

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এর আগে মঙ্গলবার (৭ আগস্ট) রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে একটি বোর্ড গঠন করে আগামী বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১০টায় প্রতিবেদন দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৯ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৭ আগস্ট) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শহিদুল আলমের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫।
ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে গত সোমবার (৬ আগস্ট) বিকালে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, রবিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। পাঠশালার ভাইস প্রিন্সিপাল তানভির মুরাদ তপু বাংলা ট্রিবিউনকে বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অজ্ঞাত লোকেরা তুলে নিয়ে গেছে।

ছবি- সাজ্জাদ হোসেন 

/এআরআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা