X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শাটল ট্রেনের বগি বৃদ্ধির দাবিতে চবিতে ছাত্রলীগের মানববন্ধন

চবি প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ০৯:৪৬আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০৯:৫২

শাটল ট্রেনের বগি বৃদ্ধির দাবিতে চবিতে ছাত্রলীগের মানববন্ধন শাটল ট্রেনের বগি বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় বৃদ্ধিজীবী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা জানান।

এর আগে একই দাবিতে দুপুর ১১টার দিকে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তার আরও চার দফা দাবি উপস্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে- শাটল ট্রেনে আহত শিক্ষার্থীর সুচিকিৎসা ও ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহন করা ও বিশ্ববিদ্যালয়ে তাদের চাকরির ব্যবস্থা করা, শাটল ট্রেনে বগির সংখ্যা ও শিডিউল বৃদ্ধি করা, ট্রেনের ডাবল লাইন চালু করা, নিউমার্কেট থেকে ক্যাম্পাস পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করা। শাটলে নিরাপত্তা প্রহরী নিয়োগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। শাটল ট্রেনের বগি বৃদ্ধির দাবিতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনছুর আলম, আব্দুল মালেক, রাকিব উদ্দিন, রেজাউল হক রুবেল, সাখাওয়াত হোসেন রায়হান, সৌমেন দাশ জুয়েল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, আরমান উদ্দিন, সাবেক উপ-গ্রন্থণা ও প্রকাশন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপু, সাবেক উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ, ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল, সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার, সাবেক সহ-সম্পাদক সৈয়দা রুকসাত তাজিন, সুজাতা খানম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাবরিনা চৌধুরী সহ আরও অনেকে।

প্রসঙ্গত, বুধবার শাটল ট্রেনে কাটা পড়ে রবিউল আলম নামে চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের ছাত্র আহত হন। এই ঘটনার পর থেকে শাটল ট্রেনে বগি বৃদ্ধির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী