X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ১৭:৪৯আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৫২



জেসমিন ইসলাম

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিনের ইসলামের জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিএসএমএমইউতে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
জেসমিনের জামিন প্রশ্নে রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে মঙ্গলবার (১৪ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। দুদুকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও একেএম আমিন উদ্দিন।
এর আগে গত ১৭ জুলাই জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানিতে জেসমিনের আইনজীবী তার অসুস্থতার কথা জানালে হাইকোর্ট কাশিমপুর কারা কর্তৃপক্ষের কাছে দুই সপ্তাহের মধ্যে মেডিক্যাল রিপোর্ট চান। এর পরিপ্রেক্ষিতে কাশিমপুর কারাগারের চিকিৎসক গত ২ আগস্ট মেডিক্যাল রিপোর্ট হাইকোর্টে পাঠান।
ওই মেডিক্যাল রিপোর্টে বলা হয়, জেসমিন ইসলাম হাইপারটেনশন, কার্ডিওলজি, গাইনি ও সাইকোলজিক্যালসহ নানা রোগে আক্রান্ত। তাকে এরই মধ্যে তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। এ কারণেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ১ নভেম্বর জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহম্মদ জয়নাল আবেদীন মামলা দায়ের করেন। ওই দিন বিকেলে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিঝিলের জনতা ব্যাংক লিমিটেড করপোরেট শাখার মাধ্যমে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের অভিযোগে ওই মামলা করা হয়।
এ মামলায় ২০১৭ সালের ১৭ আগস্ট জেসমিনের জামিন না মঞ্জুর করেন বিচারিক আদালত। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল দেন। মঙ্গলবার শুনানি নিয়ে ওই রুল নিষ্পত্তি করেন হাইকোর্ট।
প্রসঙ্গত, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন।বর্তমানে তিনি কারাগারে আছেন।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড